Bhoot Chaturdashi 2024 Tithi: ভূত চতুর্দশী ২০২৪র তিথি কখন থেকে পড়ছে? রইল চোদ্দশাকের নামের লিস্ট
1 মিনিটে পড়ুন Updated: 29 Oct 2024, 05:00 PM ISTBhoot Chaturdashi 2024: অশুভ শক্তির থেকে মুক্তির জন্যই এমন দিনে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত।
Bhoot Chaturdashi 2024: অশুভ শক্তির থেকে মুক্তির জন্যই এমন দিনে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত।
২০২৪ সালের কালীপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরশুমে চারিদিকে কার্যত দিওয়ালি ও কালীপুজো ঘর সাজো সাজো রব। এদিকে, কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী হিসাবে পালিত হয়। এমন দিন সম্পর্কে নানান ঘটনা কথিত রয়েছে। অনেকেই মনে করেন, এমন দিনে ১৪ পুরুষের উদ্দেশে জ্বালানো হয় চোদ্দ প্রদীপ। অশুভ শক্তির থেকে মুক্তির জন্যই এমন দিনে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত। অনেকে আবার মনে করেন, এই দিনে দৈত্যরাজ বলি পৃথিবীতে আসেন পূজা নিতে, তাঁরই সঙ্গে আসে বহু অশুভ শক্তি। তাই এমন দিনে অশুভ শক্তির পরাজয়কে কামনা করে ১৪ প্রদীপ দেওয়া হয়।
চোদ্দ প্রদীপ জ্বালানো ও চোদ্দ শাক খাওয়ার দিন হিসাবে পরিচিত এই ভূত চতুর্দশীর তিথি কখন থেকে শুরু হবে? আগে দেখে নেওয়া যাক, ভূত চতুর্দশীর তিথি।
( Dhanteras 2024: ধনতেরাস ২০২৪এ কেনাকাটা করতে যাচ্ছেন? দেখে নিন রাশি অনুযায়ী আপনার জন্য লাকি কোন জিনিস)
ভূত চতুর্দশী ২০২৪ তিথি-
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পঞ্জিকা অনুসারে বুধবার বাংলা ক্যালেন্ডারের ১৩ কার্তিক পড়ছে ভূত চতুর্দশী। ইংরেজি তারিখ, ৩০ অক্টোবর। সেই দিন বেলা ১ টা ১৭ মিনিট থেকে চতুর্দশী তিথি পড়ছে। চতুর্দশী তিথি শেষ হবে বৃহস্পতিবার, ১৪ কার্তিক। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ৩১ অক্টোবর। সেদিন দুপুর ৩ টে ৫৩ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ১৩ কার্তিক বুধবার অর্খাৎ ৩০ অক্টোবর দুপুর ১২ টা ৫৯ মিনিট, ৪৩ সেকেন্ডে শুরু হচ্ছে ভূত চতুর্দশীর তিথি। চতুর্দশী তিথি শেষ হবে ৩১ অক্টোবর অর্থাৎ ১৪ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ৩ টে ৭ মিনিটে ৪২ সেকেন্ডে।
চোদ্দ শাকের তালিকা
চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে ভূত চতুর্দশীর দিনে। প্রশ্ন স্বভাবতই ওঠে কোন ১৪ টি শাক খাওয়া হয় এই দিনে। দেখে নেওয়া যাক সেই চোদ্দ শাক। জয়ন্তী, সরিষা, শাঞ্চে, হিলঞ্চ, পলতা, শুলফা, গুলঞ্চ, ঘেঁটু, শুশুনি, ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, নিমপাতা। এই চোদ্দ শাক অনেকে খেয়ে থাকেন। মূলত, মরশুম বদলের সময় এই চোদ্দ শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো হিসাবে মনে করা হয়।