Holashtak 2025 Start And End Date:কবে থেকে শুরু হচ্ছে হোলাষ্টক? এই সময়ে কী করবেন আর কী করা উচিত হবে না, জেনে নিন Updated: 21 Feb 2025, 12:00 PM IST Anamika Mitra Holashtak 2025 Start And End Date: হোলাষ্টক ৭ মার্চ থেকে শুরু হবে এবং ১৩ মার্চ পর্যন্ত চলবে। এটি হোলির ৮ দিন আগের সময়কাল। এই সময়টিকে নতুন শুরুর জন্য অশুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই হোলির আগে এই সময়ে মানুষের কী করা উচিত এবং কী করা উচিত নয়।