শুক্র আর রাহুর যুতি বহু রাশির ভাগ্যে তুমুল উন্নতি আনবে। এই ভাল সময় আপাতত চলবে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত।
Ad
রাহু শুক্রের যুতির ফলে একাধিক রাশি দেখতে চলেছেন লাভের মুখ।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপাতত প্রায় ১ মাস বহু রাশির ভাগ্যে সুসময় চলবে। ১৮ মে পর্যন্ত চলবে এই সুসময়। কারণ শুক্র এবং রাহু তৈরি করেছে এই যুতি। শুক্র হলেন, প্রেম, সৌন্দর্য, বিলাসিতা, ভৈতিক সুখের প্রতীক। আর রাহু মনের সুপ্ত বাসনা, রহস্যময় ঘটনাকে হঠাৎ করে বের করে আনেন। এই দুই ভিন্ন গ্রহের সম্মিলিত উদ্যোগে তৈরি হচ্ছে এই যুতি। তাতে লাভের মুখ দেখতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা। কারা লাভবান হবেন, দেখে নিন।
বৃষ
এই রাশির ১১ তমভাবে শুক্র আপ রাহুর যুতি তৈরি হতে চলেছে। এই রাশিতে রোজগার বাড়তে থাকবে। সেখানে আয়, লাভ, প্রসিদ্ধির ভাব তৈরি হবে। আপনি যদি লেখা, খেলা, সঙ্গীতের সঙ্গে জড়িত হন, তাহলে লাভ থাকবে তুঙ্গে। এই সময়কাল আপনার জন্য খুবই লাভদায়ক হবে। কোনও কাজে পরিশ্রম যোগ করলে, তাতে পাবেন লাভ। কোনও দামি জিনিস এই সময় কিনতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে।
কন্যা
এই যুতি খুবই শুভ। শুক্র আর রাহুর এই যুতি ১১ ভাবে তৈরি হচ্ছে। যা সামাজিক মান সম্মান লাভে উন্নতির রাস্তা চওড়া করবে। খেলা, মিডিয়া, শিল্পের সঙ্গে জড়িতরা পাবেন তুমুল লাভ। পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি। বৈবাহিক জীবনে প্রেম ভালো জায়গায় থাকবে। সুখ শান্তি আসবে।
আপাতত ১৮ মে পর্যন্ত কুম্ভ রাশির সময় খুবই ভালো। আপনার কথা বলায় অনেকে মুগ্ধ হবেন। আপনার টাকা রোজগার ভালোর দিকে যাবে। আমদানি হু হু করে বাড়বে। কিছু সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার কূটনৈতিক অবস্থা থাকবে তুঙ্গে। ব্যবসায়ীরা হবেন লাভবান।
( এই প্রতিবেদনের তথ্য় মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)