শিক্ষক নিয়োগে নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার পরেশ অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর বাড়িতে হানা দিল সিবিআই। আজ বৃহস্পতিবার সকালেই ওই পুলিশকর্෴মীর জলপাইগুড়ির বাড়িতে সিবিআই আধিকারিকরꦗা তল্লাশি অভিযান চালান। জানা গিয়েছে, ওই পুলিশ কর্মীর নাম দীপঙ্কর দাস।
আরও পড়ুন: কলকাতায় সরকারি ব্যাঙ্কে ৮০০ কোটির প্র𝔍তারণা! নিউটাউনে তল্লাশি অভিযান CBI-এর
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে সিবিআইয়ের ৪ সদস্যের দল দীপঙ্কর দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। বাড়ির বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বর্তমানে দীপঙ্কর জলপাইগুড়ি জেলা পুলিশে কর্তব্যরত রয়েছেন। তাঁর বাবা কানাইচন্দ্র দাসও প্রাক্তন পুলিশ কর্মী। বাড়িটি অবস্থিত জলপাইগুড়ি শহরের রেস🍃কোর্স পাড়ায়।
জানা যাচ্ছে, বর্তমানে ওই বাড়িতে থাকেন না দীপঙ্কর। তিনি জলপাইগুড়ি শহরের সেনপাড়ার বাড়িতে থাকেন। বর্তমানে দীপঙ্কর দাস জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তা𝔉রক্ষী হিসেবে কর্মরত। যদিও কী কারণে সিবিআই তল্লাশি তা নিয়ে মুখ খুলতে চাননি আধিকারিকরা। তবে সুত্রের খবর, দীপঙ্কর দাস কোচবিহারে পোস্টিং থাকাকালীন ২০২২।সালে একটি মাদক মামলার বেশকিছু নথি হাইকোর্টে জমা করার কথা ছিল। সেই সব নথি হাইকোর্টে জমা পরেনি। সেই কারণেই সিবিআই এদিন হানা দেয়। দীপঙ্কর দাসের দাদা দিবস দাস একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তিনিও ওই বাড়িতে থাকেন। সূত্রের খবর, দীপঙ্কর দাসের বাড়িতে বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা জ🐓িজ্ঞাসাবাদ করার পর সিবিআই ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। দীপঙ্কর দাসের পরিবারের সদস্যরা অবশ্য সিবিআই তল্লাশির কারণ জানাতে চাননি।