দীর্ঘ প্রায় ২০ মাস বন্ধ ছিল স্কুল। পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরে নানা টানাপোড়েনের মধ্য়ে গত ১৬ই নভেম্বর থেকে স্কুল খুলে যায়। এসবের মধ্য়েই সোমবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক স্কুল শিক্ষিকার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সেই স্কুলটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। দেগঙ্গার পর এবার শ্রীরামপুরের একটি বালিকা বিদ্য়ালয়ে একাধিক শিক্ষিকার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর জেরে ফের স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবে স্কুলের শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। স্কুলের শিক্ষিকাদের করোনার দুটি ডোজ নেওয়ার পরেও তাঁরা কীভাবে ফের করোনায় আক্রান্ত হলেন তা নিয়ে নানা ൲চর্চা হচ্ছে। স্কুল সূত্রে খবর, মোট চারজন শিক্ষিকা করোনায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি আরও একাধিক শিক্ষিকার করোনার উপসর্গ রয়েছে।
এদিকে বিষয়টি জানাজানি হতেই ছাত্রী ও শিক্ষিকাদের আপাতত বাড়িতে থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। এখনই এনিয়ে ঝুঁকি নিতে চাইছে না স্কুল কর্তৃপক্ষ। স্কুলে নিয়মিত স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। ক্লাসে প্রতি বেঞ্চে যাতে একজন করে বসে তারও ব্য়বস্থা করা হয়েছে। মাস্কও বাধ্যতামূলক করা হয়েছে। তারপরেও শিক্ষিকাদের🍬 করোনা সংক্রমণের জেরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। এদিকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শ্রীরামপুর পুরসভা ওই স্কুলে স্যানাটাইজ করছে। অন্যান্য স্কুলের বাইরেও করোনা বিধি মেনে চলার ব্যাপারে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।