ইদানিং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে কলকাতা সহ বিভিন্ন পুরসভা এলাকায়। ডেঙ্গু মোকাবেলায় 💫সম্প্রতি পুরসভাগুলির সঙ্গে বৈঠক করেছে পূর্ত দফতর। বৈঠকে তৎপরতার সঙ্গে পুর এলাকায় জমা জল বার করার নির্দেশ দিয়েছে পূর্ত দফতর। জমা জল বার করার জন্য নিকাশি সং🌳স্কার করতে গিয়েই বিপত্তি ঘটল শ্রীরামপুরে। বেশ কয়েকটি বাড়িতে দেখা দিল বড়সডফাটল। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ক👍য়েক মাস ধরে এলাকায় জল জমে রয়েছে। এনিয়ে পুরসভা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও ক🌟োনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে আজ শনিবার ওই এলাকা থেকে জল বার করার জন্য পুরসভার পক্ষ থেকে নিকাশি ব্যবস্থা সংস্কার করা হয়। সেই সময় মাটি ধসে যাওয়ায় কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। ঘটনায় পুর প্রশাসক এবং প্রশাসক মন্ডলীর সদস্যরা সেখানে গেলে স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, পুরসভার গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে।
গতকালই এলাকা পরিদর্শন করেন জেলাশাসক ,মহকুমা শাসক এবং কেএমডিএর চিফ এক্সিকিউটিভ অফিসার। তারপরেই আজ শনিবার সেখানে জল বের করতে তৎপর হয় পুরসভা। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। তাছাড়া জল জমে থাকার ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে তাদের অভিযোগ। বেশ কয়েকটি বাড়িতে বড়সড় ফাটল দেখা দেওয়ায় সং🐲শ্লিষ্ট বাসিন্দারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, শুধু শ্রীরামপুর পুরসভ✱া নয় একাধিক পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এখনও জল জমে থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এখনও জল জমে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।