লজেন্সের লোভ দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল গ্রামের দুই শিশুকে। এমনই অভিযোগে ছেলে ধরা সন্দেহে ছয় জনকে আটকে রেখে বেধড়ক মারধর করলেন গ্রামবাসীরা। আর পুলিশ তাদের উদ্ধার করতে গেলেই চলল তুলকালাম। স্থানীয়দের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান, টিয়ার গ্যাস ব্যবহার করতে হল পুলিশকে। ঘটনায় আহত হয়েছেন এক গ্রামব🍸াসী। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের শিবতলা এলাকায়।
আচ🍎মকাই ট্রিগারে চাপ! পুলিশ𝔍ের বন্দুক থেকে চলল গুলি, আহত এক
স্থানীয়দের অভিযোগ, ওই ৬ জন গ্রামে কাগজ প্লাস্টিক কুড়োতে এসেছিল। তখনই তারা গ্রামের দুই শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে প্লাস্টিক, কাগজ ভর্তি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি নজর🅘ে পড়ে যায় এক গ্রামবাসীর। সেই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে শোরগোল পড়ে যায়। ছয় যুবককে প্রথমে আটকে রাখেন গ্রামবাসীরা। এরপরে তাদের তাদের উপর শুরু হয় গণপ্রহার। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। প্রথমে খালি হাতেই ফিরে যেতে হয় পুলিশকে। কারণ স্থানীয়রা পুলিশকে বাধা দে𝓰য়।
পরে আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আর তাতেই পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। তার ওই ৬ জনꦏকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেন। গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করেন। গ্রামবাসীদের বক্তব্য, তাদের ছেড়ে দিলে আবার বাচ্চা ধরে নিয়ে যাবে। পুলিশ তাদের নিয়ে গিয়ে আবার ছেড়ে দিতে পারে। এই অভিযোগে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কয়েক ঘণ্টা এরকম চলার পর অবশেষে টিয়ার গ্যাস, জল কামান নিয়ে আসতে বাধ্য হয় পুলিশ। এর মাধ্যমে স্থানীয়দের ছত্রভঙ্গ করে ছয় জনকে উদ্ধার করে পুলিশ। যদিও ধৃতরা ছেলে ধরার অভিযোগ অস্বীকার করেছে। তবে এই অভিযোগ সত্যি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।