পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ব্যবহার করে রাজ্য তথা দেশের জনবিন্যাস বদলানোর চেষ্টা চলছে। আর এই আশঙ্কা যে মিথ্যে নয় তা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। বুধবার প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ীর স্মরণে বিজেপির রাজ্য সদর দফ🌱তরে আয়োজিত🧸 এক সভায় এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘যেদিন এখানে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে সেদিন নিজেকে সেকুলার বলেও কিন্তু প্রাণ বাঁচাতে পারবেন না।’
এদিন সুকান্তবাবু বলেন, ‘আমরা সব থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছি। মুর্শিদাবাদ, বসিরহাটের মতো জায়গায় জায়গায় জঙ্গি ধরা পড়ছে। তাদের আধার কার্ড, ভোটার কা🥃র্ড কোনও কিছুর অভাব নেই। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে বদলানোর চেষ্টা করছে।’
এর পরই নিজের দাবি প্রমাণ করতে ফিরহাদ হাকিমের মন্তব্যের কথা উল্লেখ করেন সুকান্তবাবু। তিনি বলেন, ‘উদ্দেশ্য তো আমাদের ফিরহাদ হাকিম সাহেব বলে দিয়েছেন। যে তারা ৩৩ শতাংশ, সেখান থেকে ৫১ ♏শতাংশ হতে হবে। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি যখন আপনার দরজায় কড়া নাড়বে সেদিন যদি আপনি বলেন আপনি সেকুলার সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসছে। সেই দিনের জন্য প্রস্তুত হোন। যদি এখন সচেতন না হই আমরা।’