বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করার পরেই তার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। এরইমধ্যে কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করা হচ্ছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সেই মামলার ভিত্তিতে কেন্দ্রের কাছে হলফনামা চাইল। বিএসএফের এলাকা বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয🍎়েছে সে বিষয়ে হলফনামায় জানাতে হবে।
বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন ⛎আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
মামলাকারীর আইনজীবীর বক্তব্য, 'আমাদের দেশের গণতন্ত্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তৈরি। বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে কেন্দ্র যে নির্দেশ জারি করেছে তার ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত করা হয়েছে।' বিএসএফ আইনের ১৩৯ নং ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই জনস্বার্থ মাম💃লা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, কেন্দ্রের আইনজীবী ওয়াই যে দোস্তুর দাবি করেন, 'শুধু যে বিএসএফের এলাকা বৃদ্ধি করা হয়েছে এই দাবি ভুল। তাঁর যুক্তি, বিভিন্ন রাজ্যে বিএসএফের এলাকা কম🐲িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গুজরাটে আগে বিএসএফের এলাকা ছিল ৮০ কিলোমিটার পর্যন্ত। কিন্তু নতুন নির্দেশের ফলে তা কমে ৫০ কিলোমিটারে পৌঁছাবে। মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডেও একইভাবে কমছে বিএসএফের এলাকা। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, বিএসএ🍌ফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে পাঞ্জাবে একইভাবে একটি মামলা দায়ের হয়েছে।
হলফনামা জমা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টে এই ধরনের কোনও মামল▨া রয়েছে কিনা তাও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।