আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতার প্রাক্ജতন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। এই মামলা কোন বেঞ্চে যাবে তা পরে জানাবেন প্রধান বিচারপতি।
পড়তে থাকুন - ২৮ হাজার টাকার শপিং করেন বান্ধ𒅌বী, তাই নিয়ে বচসার সময়ই চলে গুলি ICর রিভলভার থেকে
আরও পড়ুন - টাকা দিয়ে সম্মান পেয়েছে রা🌟জ্য, দাবি করায় হিরণের বিরুদ꧙্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ
আরজি কর কাণ্ডের দিন গত ৯ অগাস্ট হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে গিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে ধর্ষণ ও খুনের শিকার তরু♎ণী চিকিৎসকের নাম উল্লেখ করেন। এর পরই শুরু হয় বিতর্ক। কী ভাবে একজন পদস্থ পুলিশ আধিকারিক ধর্ষিতার নাম প্রকাশ করে দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এর পর বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। ಌসেই মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুন - মমতার ‘মৃত্যুকুম্ভ’൲ মন্তব্য নিয়ে নালিশ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর
বুধবার সেই মামলায় নতুন করে আবেদন করেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবী। এর পর মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু শুনানি শুরুর আগেই প্রধান বিচারপতি জানিয়ে দেন ব্যক্তিগত কারণে এই মামলাটি শুনবেন না তিনি। কিন্তু কী কারণ তা জানাননি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এর ফলে মামলাটি অন্য কোনও বেঞ্চে যাওয়া ক🅰ার্যত অবধারিত হয়ে গেল। তবে কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও ঠিক করেননি প্রধান বিচারপতি। দিনকয়েকের মধ্যে তা ঠিক করা হবে বলে জানানো হয়েছে।