কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরিদর্শনের সময়ই কেলেঙ্কারি কাণ🔥্ড ঘটল এমআর বাঙুর হাসপাতালে। হাসপাতাল থ📖েকে পালালেন এক করোনা রোগী। তাঁকে হাসপাতালের সামনের রাস্তা থেকে ধরে আনেন স্বাস্থ্যকর্মীরা। ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে এমআর বাঙুর হাসপাতালের করোনা আইসোলেশন বিভাগের নিরাপত্তা।
বৃহস্পতিবার দুপুর𓂃 ১টা নাগাদ বাঙুর হাসপাতাল পরিদর্শনে ঢোকে কেন্দ্রীয় প্রতিনিধিদল। এর পরই এক রোগীকে পাওয়া যাচ্ছে না বলে হাসপাতালে খবর ছড়ায়। কিছুক্ষণ পর হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে যান মলিন পোশাক পরা এক ব্যক্তি। মুখে ছিল মাস্ক। ফুটপ🦂াথ ধরে টালিগঞ্জ মেট্রো স্টেশেনর দিকে কিছুটা এগিয়ে যান তিনি। ততক্ষণে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। ছুটে গিয়ে তাঁকে জেরা শুরু করেন। প্রথমে কিছু অসংলগ্ন জাবাব দিলেও পরে তিনি জানান, হাওয়া খেতে বেরিয়েছেন তিনি।
একথা শুনে চক্ষুচড়কগাছ হয় নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে ডাক পড়ে হাসপাতালের পিপিই পরা স্বাস্থ্যকর্মীদের। তারা কোনও ক্রমে ওই ব্যক্তিকে হাসপাতালের ভিতরে ঢোকান। এর পর জীব🦂াণুনাশক ছিটিয়ে তাঁকে ওয়ার্ডে ঢোকানো হয়🅠।
ওদিকে করোনা রোগী বেরি♋য়ে পড়েছে শুনে হাসপাতালের গেটের কাছে হুড়োহুড়ি পড়ে যায়। পিপিই পরা স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তিকে দেখিয়ে, ‘পজিট🉐িভ পেশেন্ট’ বলে অন্যদের সতর্ক করেন। এতেই লোকজন যে যেদিকে পারে ছুট দেয়।
হাসপাতালের তরফে যদিও অভিযোগ স্বীকা🐎র করা হয়নি। ওই রোগী করোনা আক্রান্ত কি না তা নিশ্চিত নয় বলে জানিয়েছে হাসপাতাল ক🌳র্তৃপক্ষ।