জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝেই ফের এক বিস্ফোরক অডিয়ো ক্লিপ (অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের। তাঁর দাবি, চিকিৎসকদের একটা অংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতেই চাননি। কুণাল অবশ্য অডিয়োর কথোপকথনে থাকা কোনও চিকিৎসকের নাম প্রকাশ করেননি। শুধু ক্যাপশনে তিনি লেখেছেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও লাইভ হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল। এই অডিও কারও টেলিফোনের কথোপকথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।’ (আরও পড়ুন: পুজোর আগেই লক্ষ্মীলাভ, কলক🦂াতায় সরকারের কাজ করা ১৫০০০ কর্মীর জন্য় বড় সুখবর)
আরও পড়ুন: নজরে পুলিশের 'ভুল', আরজি কর কাণ্ডে এক শীর্ষ করﷺ্তাকে অনলাইꦗনে জেরা CBI-এর: রিপোর্ট
কী শোনা যায় প্রকাশিত সেই অডিয়ো ক্লিপে:
অডিয়োতে একজনকে বলতে শোনা যায় - কম করে ১৮-২০ জনকে কনট্যাক্ট করা হয়েছে। ৪ জন গিয়ে দিল্লিতে বসে আছে। আর কি জানতে চাস বল? লোখ ওখানে আইনজীবী খুঁজছে। কথা বলছে মিটিং করꦉছে।
এরপর অপর একজনকে বলতে শোনা যায় - তুমি ভয় পাচ্ছ যে সুপ্রিম কোর্ট যদি আমাদের বিরুদ্ধে স্টেপ নেয় 𒉰তাহলে 'মাস' আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না।
এরপর প্রথম ব্যক্তি ফের বলেন - সেদিন তো সুপ্রিম কোর্ট বলেনি যে সঙ্গে সঙ্গে কাজে যোগ দিতে হবে। ৯ তারিখ সুপ্রিম কোর্ট তোকে বলেছে (কাজে ফিরতে বলা হয়েছিল, নয়ত সরকার পদক্ষ🌠েপ নিতে পারবে বলে জানানো হয়েছিল) তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সব খেলছে। এরপর আজ তিনি মঞ্চে এসেছেন। এরপরও তুই যদি বলিস যে না আমি আমার জায়গা থেকে নড়ব না। যেমন আছি, তেমনই থাকব... তবে যদি আলোচনায় বসি তাহলে কর্মবিরতি ডিফেন্ড করা যাবে। যে আলোচনার পথ খোলা রয়েছে। তখন তাও ডিফেন্ড করা যাবে নয়ত কিন্তু করা যাবে না।
জবাবে দ্বিতীয় ব্যক্তি বলেন - সুপ্রিম কোর্ট আমাদের বিরুদ্ধে ১✃৭ তারিখ পদক্ষেপ করতে পারে, সেটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট আমাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে সেটা আগের শুনানিতে আমাদের বলেছে। সুপ্রিম কোর্ট আমাদের কাজে ফিরতে বলেছে। কাজে না ফিরলে আমাদের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করতে পারে বলে জানানো হয়েছে। এর বাইরে কিছু বলেনি। আমরা ভাবছি যে সুপ্রিম কোর্ট চার্জ করতে পারে।
এরপর সেই প্রথম ব্যক্তি🐼 বলেন - 'মাস' কি এটা বুঝতে পারছে যে꧒ এর আগে সরকার তিনটে ইমেল লিখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চে এলেন, সেগুলি কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলবে। এরপর ২৩ জনের (সরকারের দাবি অনুযায়ী, যাঁরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মারা গিয়েছে) পরিবারকে ২ লাখ টাকা করে দিয়েছে। সেটাও আদালতে যে পেশ করা হতে পারে। তোকে... এই যতগুল ছেলের শাস্তি হবে, সেই দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গায় যেতেই যাস না। কি কি বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা বলে রাখা আমার দায়িত্ব।