কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘট🐷নায় বিজেপিকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে তৃণমূল। এবার পালটা তৃণমূলকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজোয় কেন বাধা দেওয়া হচ্ছে সেব্যাপারে মন দিন।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এটা রাজনীতি করার সময় নয়। সনাতনীরদের এ𒀰কটা কর্মসূচি দেখে ওদের হিংসা হয়। তাই এই কথা বলছেন! বিরোধীরা তুষ্টিকরণের কাজ করছে। হরিণꦺঘাটায় তৃণমূলের বুথ সভাপতি সরস্বতী পুজো রুখছে, সেদিকটা দেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের।’
শুভেন্দুবাবু আরও বলেন, ৫ বছর আগে গঙ্গাসাগর মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। পানিহাটির মহোৎসবতলায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্ꦏযু ♒হয়। তখন কার গাফিলতি ছিল?
তিনি বলেন, ‘কুম্ভয় নিহত ও আহতদের পরিবারের পাশে কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশ সরকা⭕র রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারেরও তাদের পাশে থাকা উচিত।’
বুধবার ভোর রাতে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অমৃত স্নান চলাকালী ত্রিবেণী সঙ্গমের কাছে পদপিষ্টের ঘটনা ঘটে। সেই ঘটনায় পশ্চিমবঙ্গের ২ মহিলাসহ এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর 🅘খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশ সরকারের অব্যবস্থাকে দায়ী করেছে তৃণমূল। কেন পদপিষ্টের ঘটনা ঘটল তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তকমিটি গড়েছে উত্তরপ্রদেশ সরকার।