রাজ্যে ওভারলোডিং বন্ধ করতে ফের একবার কড়া বার্তা দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কসবায় পরিবহণ দফতরের প্রধান কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পর তিনি জানান, ওভারলোডিংয়ে যারা মদত দিচ্ছে ছাড় পাবে না কেউ।এদিন ফিরহাদ বলেন, ‘ওভারলোডিং যারা করছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ওভারলোড করা ট্রাক ধরা পড়লে তার রোড পারমিট বাতিল করা হবে। দরকারে ট্রাক বাজেয়াপ্ত করবে সরকার। সেজন্য আইন আনার ভাবনা চলছে।’এদিন তিনি জানান, ওভারলোডিং রোধে কড়াকড়ি শুরু হতে কয়েকদিন পরিস্থিতির উন্নতি হয়েছিল। কিন্তু একাংশের আধিকারিকদের মদতে ফের ওভারলোডিং শুরু হয়েছে। এর জেরে রাস্তা ভেঙে ছত্রখান হয়ে যাচ্ছে।ফিরহাদের দাবি, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদের কিছু জায়গায় ওভারলোডিং শুরু হয়েছে। কারা এর পিছনে রয়েছে তা জানতে পরিবহণ সচিবকে নির্দেশ দিয়েছি। সঙ্গে রাজ্য সরকারের অন্যান্য দফতরকেও ওভারলোডিংয়ের ওপর নজর রাখতে বলা হয়েছে।এদিন একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করে পরিবহণ মন্ত্রী জানান, কোথাও ওভারলোড করা ট্রাক দেখলেই এই নম্বরে ছবি তুলে পাঠান।