প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। অত্যাধুনি🧸ক হালকা কামান হাউৎজারের শক্তি পরীক্ষা করে দেখল ভারতীয় সেনা। বাংলার মাটিতেই এই সেনা অভিযান চালানো হয়েছে। ওয়াক🌳িবহাল মহলের মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে চিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভারতের এই বিশেষ উদ্যোগ।
জানা গিয়েছে, গত ১ থেকে ১৩ সেপ্টেম্বর পশ্চিম বর্ধমানের পানাগড়ে এম ৭৭৭ নামে হালকা হাউৎজারের পরীক্ষা চালায় সেনাবাহিনী। সেনাবাহিনীর ব্রহ্মাস্ত্র কোর নানাভাবে গোলা ছুড়ে এই পরীক্ষা চালায়। পরীক্ষার কাজ সফলভাবেই শেষ হয়েছে। ব্রিটিশ অস্ত💖্রনির্মাণকারী সংস্থা বিএই সিস্টেম এই অত্যাধুনিক কামান তৈরি করেছে। সেই সঙ্গে চুক্তির ভিত্তিতে ভারতে এই অত্যাধুনিক কামানটি তৈরি করেছে ফরিদাবাদের মহিন্দ্রা ডিফেন্স ফেসিলিটি। অত্যাধুনিক এই কামানের ওজন মাত্র ৪ টন। হেলিকপ্টারের সাহায্যে এই কামানটিকে উত্তর পূর্ব ভারতের অরুণাচল সীমান্ত ও লাদাখ সীমান্তে থুব🌄 সহজেই নিয়ে যাওয়া যাবে।
গত ১৫ বছর ধরে ভারতীয় সেনা দূরপাল্লার আগ্নেয়াস্ত্রের দাবি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র সেই আশা অনেকটাই পূরণ করল। উল্লেখ্য, লাদাখ সীমান্তে চিন অনবরত নজর র♛েখে চলেছে ভারতীয় সেনা। সম্প্রতি ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের জিওসি এনসি লেফট্যানেন্ট জেনারেল অনিল চৌহান জানিয়েছিলেন, চিনা সেনার মোকাবিলা রুখতে অনেকগুলি হালকা হাউৎজার প্রস্তুত রাখা হয়েছে। এবার সেই হাউৎজারই পরীক্ষা করে দেখল ভারতীয় সেনা।