কেন্দ্রের নির্দেশে মোমিনপুর হিংসার তদন্ত শুরু করতে চলেছে NIA. ইতিমধ্যে এই ঘটনায় একটি FIR রুজু করেছে তারা। বুধবার সেই FIR-এর কপি নগর দায়রা আদালতে জমা দিয়ে তদন্তে নামবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।মোমিনপুর হিংসায় NIA তদন্ত হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রের ওপর ছেড়েছিল আদালত। নির্দেশে আদালত বলে, রাজ্যের পাঠানো রিপোর্ট দেখে এব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র। রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, তদন্তভার নেবে NIA. মঙ্গলবার পদ্ধতি মেনে তদন্তভার গ্রহণ করতে FIR দায়ের করলেন NIA-র গোয়েন্দারা।NIA সূত্রে জানা গিয়েছে, ইকবালপুর থানা থেকে এই ঘটনার তদন্ত শুরু করবেন গোন্দারা। ইকবালপুর থানা ও লালবাজারের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে সেদিন কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করবেন। ইকবালপুর হিংসায় এখনো পর্যন্ত ৫টি FIR করেছে কলকাতা পুলিশ। কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, এই ঘটনায় ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।লক্ষ্মীপুজোর রাতে ও তার পরদিন কলকাতার মোমিনপুরে সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। আগুন দেওয়া হয় একাধিক দোকানে। ভাঙচুর হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল। কলকাতা পুলিশের এক আধিকারিককে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে হামলাকারীরা। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি।