আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। এরই মাঝে এবার তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ অভিযোগ করলেন, ধৃত সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতে 'খেলা' শুরু হয়েছে। এরই সঙ্গে তাঁর আরও দাবি, রাজনৈতিক স্বার্থে আরজি করের নির্যাতিতার বাবা-মাকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা-মা। সেই পরিপ্রেক্ষিতেই তৃণমূল নেতা বিস্ফোরক সব দাবি এবং অভিযোগ করলেন। (আরও পড়ুন: পাসপোর্ট বাতিল বাংলাদেশের, আর ভারত নাকি বাড়িয়েছে হাসিনার ভিসার মেয়াদ: রিপোর🎉্ট)
আরও পড়ুন: 'একটু জ্বর🌳 হলেই...', হিউম্যান মেটানিউমোভাইরাস শঙ্কার মাঝে এবার বিস্ফোরক মমতা
কুণাল ঘোষের কথায়, 'আরজি করের ঘটনা ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই এই ঘটনার কড়া নিন্দা করেছি। আমরা সবাই চাই দোষীর ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী প্রথমদিন থেকে বলছেন, মৃত্যুদণ্ড হোক। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে একজনকে ধরে। মৃতার বাবা-মার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমবেদনা রেখেই বলছি, তাঁরা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ধরল। তাঁরা বললেন, আমরা সিবিআই চাই। তাঁদের দাবি মতো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই তদন্ত করে বলছে, কলকাতা পুলিশ যাকে ধরেছে সেটাই ন্যায্য। এবার তাঁরা সেটা মানতে পারছেন না। যাঁরা বলছেন, বিচার চাই, বিচার চাই। বিচার তো আদালতে হচ্ছে। সুপ্রিম কোর্ট আবার নজরদারি চালিয়েছে। সুপ্রিম কোর্টে তো তাঁদেরও আইনজীবী ছিলেন। শুনানির সময় তো পূর্ণ সুযোগ ছিল, সুপ্রিম কোর্টে সবটা বলার।' (আরও পড়ুন: ১৪ বছর আগে কাঁটাতারে ঝুলে মৃত্যু বাংলাদেশি নাবালিকার, মা বললেন - 'ভারতকে 🐎যেন…')