ওলা, উবার অ্যাপ ক্যাব পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের নানা অভিযোগ ছিল। সেটা বেশি ভাড়া থেকে শুরু করে দুর্ব্যবহার এবং নানা অভিযোগ যাত্রীরা করে থাকতেন। ওই অ্যাপ ক্যাব পরিষেবা শহর–শহরতলিতে মিলত ঠিকই তবে যাত্রীদের হেনস্থা, মারধর এমনকী শ্লীলতাহানির অভিযোগও উঠেছিল। যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্যই গড়ে উঠেছিল ‘যাত্রী সাথী’। হলুদ ট্যাক্সিকে আরও বেশি করে কাজে লাগানো হয়। আর মানুষ কম পয়সা নানা জায়গায় যাওয়ার পরিষেবা পান। তাতে বেশ চাপে পড়ে যায় ওলা–উবার। এবার ‘যাত্রী সাথী’ অ্যাপের আধুনিকীকরণ করা হচ্ছে।
এদিকে ‘যাত্রী সাথী’ মোবাইল অ্যাপের আধুনিকীকরণ এবং পরিধি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। তাতে যাত্রী সাধারণ যেমন উপকৃত হবেন তেমন বহু উন্নত পরিষেবা মিলবে। এতদিন ‘যাত্রী সাথী’ সরকারি অ্যাপের মাধ্যমে ছোট ক্যাব বুক করা যেত। আর তার মাধ্যমে অন্যান্য বেসরকারি অ্যাপের তুলনায় বেশ কম ভাড়ায় ক্যাব পরিষেবা পান যাত্রীরা। ‘যাত্রী সাথী’ অ্যাপ এবং পরিষেবা নিয়ে মোটের উপর খুশি নাগরিকরা। এবার এই ‘যাত্রী সাথী’ অ্যাপের মাধ্যমে সরকারি বাসের খোঁজখবরও পাওয়া যাবে।
আরও পড়ুন: এবার বাঁকুড়া জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক পর্যালোচনা বৈঠক কবে?
অন্যদিকে যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ। দিনে রাতে যখন খুশি ‘যাত্রী সাথী’র পরিষেবা মেলে। ওলা, উবার বেসরকারি অ্যাপ ক্যাব। তাতে নানা সমস্যা দেখা দিলে ‘যাত্রী সাথী’ বুক করে থাকেন নাগরিকরা। এই অ্যাপে এবার সরকারি বাসের তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের। কারণ শহরে বেসরকারি বাসের সংখ্যা কমে গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তার উপর টানা তিনদিন বেসরকারি বাস মে মাসে ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি বাসের তথ্য জেনে পরিষেবা পেলে সহজ হবে যাতায়াত।