কিছুদিন আগেই অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারপরই বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতার বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ। ৩,০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন তরল অক্সিজেন ট্যাঙ্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বন্দর সূত্রে জানা গিয়েছে, রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজে তাঁদের সাহায্য করবে বহুজাতিক অক্সিজেন সরবরাহকারী সংস্থা ‘লিন্ডে’। ইতিমধ্যেই হাসপাতালের ভিতরে ওই ট্যাঙ্ক বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, মাঝেরহাটের বন্দর হাসপাতালে ৩,০০০ লিটারের তরল অক্সিজেন ট্যাঙ্ক বসানো হচ্ছে৷ জাহাজ মন্ত্রকের নির্দেশেই তরল অক্সিজেন ট্যাঙ্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই তা চালু হয়ে যাবে। এই অক্সিজেন ট্যাঙ্কের সাহায্যে অন্তত এক মাসের মতো অক্সিজেনের চাহিদা মেটানো যাবে। তা শেষ হওয়ার পর ওই সংস্থাই চাহিদামতো তরল অক্সিজেন সরবরাহ করতে থাকবে।তিনি আরও জানান, এছাড়াও মন্ত্রকের পরিকল্পনা মতোই হাসপাতালে করোনা শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। কলকাতার হাসপাতালের পাশাপাশি হলদিয়ার হাসপাতালেও জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে কোনও নাবিক, জাহাজের অন্য কোনও কর্মী বা বন্দরের কোনও কর্মী অসুস্থ হয়ে পড়লে, দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। বন্দর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত সেখানে ৯৩ জন রোগীর চিকিৎসা চলছে। এই ইউনিটে ১৩০টি করোনা শয্যা রয়েছে। ভেন্টিলেটর ও এইচএফএন এরও সুবিধা রয়েছে। তাছাড়া করোনা চিকিৎসা করার জন্যে একটা বিশেষ দল তৈরি করা আছে। এছাড়া অক্সিজেনের সেন্ট্রাল লাইন যুক্ত ১০০টি বেড প্রস্তুত আছে। রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাতে প্রতিদিন আটবার ১০ টি জাম্বো অক্সিজেন সিলিন্ডারকে রি-ফিলিং করতে হয়। কিন্তু অক্সিজেনের জোগান সব সময় যথাযথ না থাকায়, দ্রুত এই ট্যাঙ্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।