তৃণমূল ত্যাগের পর প্রত্যাশামতোই বিজেপিতে যোগদান করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়। বুধবার বিকেলে বিধাননগরে বিজেপির দলীয় দফতরে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মঙ্গল পাণ্ডে, রাহুল সিনহা ও তমোঘ্ন ঘোষ, সজল ঘোষ, মীনাদেবী 💯পুরোহিতের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তাপসবাবু। এর পর বলেন, এই সরকার, উত্তম সরদার, শিবু হাজরাদের সরকার।
আরও পড়ুন: ‘গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে’, 𒁏মমতার সরকারকে উৎখাতের ডাক মোদীর
বুধবার বিকেলে তাপসবাবুর যোগদানকে ঘিরে বিজেপির বিধাননগরের দফতরে ছিল রীতিমতো উৎসবের আবহ। এদিন দলে তাপসবাবুকে🍨 স্বাগত জানান, সুকান্ত, শুভেন্দু, মঙ্গল পান্ডে, রাহুল সিনহারা। তাপসবাবুর যোগদানে বিজেপি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। এর পর বিজেপির পতাকা হাতে তুলে নেন তাপসবাবু। তার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আজ থেকে বিজেপির ও মোদীজির পরিবারের সদস্য হলাম। যতদিন রাজনীতিতে আছি, এই পরিবারের সদস্য হিসাবে আমার ওপর ন্যস্ত হবে আমি তা অত্যন্ত সুচারু রূপে পালন করব। বিজেপির রাজ্য ও কেন্দ্রের নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে গ্রহণ করেছেন’।
এর পরই সদ্য ছেড়ে আসা দল তৃণমূল কংগ্রেꦓসের সরকারকে আক্রমণ করে উত্তর কলকাতার এই নেতা বলেন, ‘বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সরদারদের সরকার, শিবু হাজরাদের সরকার। যে সরকার সংবিধান, আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না। পশ্চিমবাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তജে পারি সেই উদ্দেশেই আমি আজকে শপশ নিয়ে বিজেপিতে যোগদান করলাম’।
আরও পড়ুন: গঙ্গার নীচে তৈরি হল ইতিহ🦄াস, পড়ুয়াদౠের নিয়ে মেট্রোয় চাপলেন মোদী, দেখুন ভিডিয়ো
তাপসবাবুর আশ্বাস, ‘আমাকে যে দায়িত্ব জেলা - প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে সেই দায়িত্বই পালন করব। এবং বিগত দিনে আমি যেমন ভাবে আমি সিরিয়াসলি, সিনসিয়ারলি, ল💜য়ালিস্ট ছিলাম সেগুলো সব কটাই বিজেপির প্রতি অটুট থাকবে। আমি ১০০ শতাংশ বিশ্বস্ত থাকব বিজেপির নেতৃত্বের প্রতি। বিজেপির প্রতি’।