পাথর ছুড়ে এক মাওবাদী ক্যাডারকে হত্যা করল গ্রামবাসীরা। ঘটনাটি ওড়িশার মাওবাদী-অধ্যুষিত মালকানগিরির।মালকানগিরির স্বভিমান আঞ্চালা এলাকার জানতুরাই গ্রামে একটি রাস্তার তৈরির কাজ চলছিল। শনিবার রাতে গ্রামে এসে রাস্তার কাজ বন্ধ রাখার হুমকি দেয় দুই মাওবাদী। প্রজাতন্ত্র দিবস পালন না করারও হুমকি দেওয়া হয়। তা নিয়ে তাদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে।মালকানগিরির পুলিশ সুপার খিলারি হৃষীকেশ বলেন, 'বচসা চলাকালীন গুলি চালায় মাওবাদীরা। আত্মরক্ষায় পালটা পাথর, তির ছোড়েন গ্রামবাসীরা। তাতেই মৃত্যু হয়েছে একজনের। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।'