এতদিন বলা হচ্ছিল, মাস্ক ব্যবহার ন🌄া করলেও হ꧋বে। তবে এবার আমজনতাকে বাড়িতে তৈরি মাস্ক পরার আর্জি জানাল কেন্দ্র।
আরও পড়ুন : Coro🌄navirus Update: আগামীকাল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর জ্বালাবেন না প্রদীপ-মোমবাতি
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি টুইটবার্তায় বাড়িতে তৈরি মাস্ক ব্যবহারের ক্ষেত্রে একাধিক পরামর্শ সম্বলিত একটি পিডিএফ প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব ও ব্যক্তিগত হাইজিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের কয়েকটি দেশ বাড়িতে তৈরি মাস্ক ব্যবহার করে সাফল্য পেয়েছে। ব্যক্তিগত হাইজিন বজায় রাখার ক্ষেত্রে এরকম মাস্ক ভালো। সামগ্রিক স্বাস্থ্যের হাইজিন বজায় 🍷রাখতেও সাহায্য করবে এরকম মাস্ক।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, 'সেজন্য যাঁরা অসুস্থ নন☂ বা যাঁদের শ্বাসকষ্টজনিত স𝄹মস্যা নেই, তাঁদের বাড়িতে তৈরি পুনর্ব্যবহারযোগ্য মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষত তাঁরা যখন বাড়ি থেকে বেরোবেন (তখন এরকম মাস্ক ব্যবহার করবেন)। তা সমাজকে সুরক্ষিত করবে।'
আরও পড়ুন : রাত ন'টায় সবাই আলো বন্ধ করলে মারাত্মক চাপ পড়বে বিদ্যুতের🤡 গ্রিডের ওপর, জরুরি বৈঠক মন্ত্রকের
তবে স্বাস্থ্যকর্মী বা যাঁরা করোনা আক্রান্তে সংস্পর্শে আসছেন বা যিনি করোনা আক্রান্ত, তাঁর ক্ষেত্রে এই মাস্ক ব্যবহার করা 🐷যাবে না বলে জানিয়েছে কেন্দ্র।