প্রকাশিত হল কেন্দ্রীয় টেটের (CTET) ফলাফল। পরীক্ষার্থীরা সিবিএসই সিটেটের (CBSE CTET) অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। সেইসঙ্গে ডিজিলকার (DigiLocker) থেকেও পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।
কীভাবে কেন্দ্রীয় টেটের (CTET) ফলাফল দেখতে পারবেন?
১) সিবিএসই সিটেটের (CBSE CTET) অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-তে যেতে হবে।
২) 'Candidate Activity'-র আওতায় 'CTET DEC22 RESULT' আছে। তাতে ক্লিক করতে হবে। স্ক্রিনে একটি ডায়লগ বক্স দেখাবে। তাতে লেখা আছে, 'ctet.nic.in says' You are being redirected to an external website. Please note that Central Teacher Eligibility Test cannot be held responsible for external websites content & privacy policies'। তাতে OK ক্লিক করতে হবে।
৩) একটি নয়া পেজ খুলে যাবে। 'CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) DECEMBER - 2022'-র নীচে 'Enter your Roll Number'-র জন্য ফাঁকা জায়গা আছে। ওখানে সিটেটের রোল নম্বর দিতে হবে। তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে প্রার্থীদের।
৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
CTET 2022 Result-র রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক -
সিটেট ডিসেম্বর সেশনের পরীক্ষা
গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সিটেট (ডিসেম্বর সেশন) হয়েছিল (২৮ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর, ৯ জানুয়ারি, ১০ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১২ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৭ জানুয়ারি, ১৮ জানুয়ারি, ১৮ জানুয়ারি, ১৯ জানুয়ারি, ২০ জানুয়ারি, ২৩ জানুয়ারি, ২৪ জানুয়ারি, ২৫ জানুয়ারি, ২৭ জানুয়ারি, ২৮ জানুয়ারি, ২৯ জানুয়ারি, ৩০ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি, ২ ফেব্রুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৭ ফেব্রুয়ারি)। তারপর ১৪ ফেব্রুয়ারি 'অ্যানসার কি' প্রকাশিত হয়েছে। সেই উত্তরপত্র (অ্যানসার কি) চ্যালেঞ্জের জন্য ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে এখনও ‘ফাইনাল অ্যানসার কি’ (চূড়ান্ত উত্তরপত্র) প্রকাশ করেনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। তার আগেই সিটেটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে।
এবার সিটেটের প্রথম পত্রের জন্য ১৭,০৪,২৮২ প্রার্থী নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দেন ১৪,২২,৯৫৯ জন। তাঁদের মধ্যে ৫,৭৯,৮৪৪ জন উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় পত্রের জন্য ১৫,২৯,৪৬৪ জন নথিভুক্ত হয়েছিলেন। ১২,৭৬,০৭১ জন পরীক্ষা দেন। উত্তীর্ণ হয়েছেন ৩,৭৬,০২৫ জন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )