শীঘ্রই প্রকাশিত হতে চলেছে JEE Main-র অ্যাডমিট কা🤡র্ড। তবে কবে ও কখন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা, তা JEE Main-র আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়নি।
JEE Main-র অ্যাডমিট কার্ডের আপডেট
১) কবে প্র𓆏কাশিত হবে, তা এখনও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়নি।
২) আগ💮ামী শিক্ষাবর্ষের জন্য দুটি সেশনে JEE Main পরীক্ষা হবে। দুটি সেশনের পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা।
কীভাবে JEE Main-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন?
১) JEE Main-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain🥀.nta.nic.in-তে যেতে হবে।&nb🐽sp;
২) 'JEE Main 2023 session 1 admit c🐼ard'-র লিঙ্কে যেতে হবে।
৩) অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড, জন্ম🎃তারিখের মতো তথ্য দিয়ে লগইন করতে হবে।
৪) স্ক্রিনে JEE Main 2023 session 1-এর অ্যাডমিট কার্ড দেখাবে। তা ডাউনলোড করে রেখে নিন। প্রিন্ট-আউট করে পরীক্ষার দিন🐭 নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: JEE Main 2023 Criteria Relaxed: শিথিল হল বোর্🃏ড পরীক্ষায় ৭৫%💮 নম্বর পাওয়ার নিয়ম, যোগ হল নয়া শর্ত
কবে JEE Main পরীক্ষা হবে?
এনটিএয়ের তরফে জানানো হয়েছে, JEE Main-র প্রথম সেশনের (জানুয়ারি) পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। সেইসঙ্গে ২৫ জানুয়ারি, ২৭ জানুয়ারি, ২৮ জানুয়ারি, ২৯ জান𝔉ুয়ারি এবং ৩০ জানুয়ারি হবে।
আইআইটি, এনআইটির মতো প্রতিষ্ঠানে ভরতির নিয়ম শিথিল
ইন্ডিয🍰়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভরতির ক্ষেত্রে পুরনো নিয়ম ফিরিয়ে এনেছিল। যে নিয়ম করোনাভাইরাসের আগে চালু ছিল। এনটিএয়ের আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছিল, আইআইটি, এনআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভরতির জন্য দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হবে।
কিন্তু সেই নির্দেশিকা জারির মাসখানেকের মধ্যে নিয়ম শিথিল করে দিয়েছে এনটিএ। JEE Main-র আয়োজক সংস্থার 𝔉তরফে জানানো হয়েছে, আইআইটি এবং এনআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভরতির জন্য দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ পেতে হবে। অথবা সংশ্লিষ্ট বোর্ড পরীক্ষার প্রথম ২০ পার্সেন্টাইলের মধ্যে থাকতে হবে প্রার্থীদের।