ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে চলতি আইপিএল নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তান ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপি♊টালস ম্যাচটি মাঝপথে বাতিল করা হয়। যদিও ভারত সফলভাবে পাকিস্তানের সেই আক্রমণ প্রতিহত করে বলে খবর।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্ব𝄹েগ দেখা দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল ২০২৫ দুবাইতে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। যেহেতু পাক ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই দুবাইকে তাদের বিকল্প কেন্দ্র হিসাবে বেছে নিয়েছে, তাই আইপিএল যদি অন্য কোথাও আয়োজন করা হয়, তবে বিসিসিআই দক্ষিণ আফ্রিকাকে বেছে নিতে পারে বলেও শোনা যাচ্ছে। অতীতে দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্যের সঙ্গে আয়োজিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ।
অজি মিডিয়ার রিপোর্ট
বর্তমান পরিস্থিতিতে অনেক বিদেশি খেলোয়াড়, বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল ছেড়ে তাঁদের নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন বলে খবর। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ক্রিকেটারের এজেন্ট জানিয়েছেন, বেশ কিছু অজি খেলোয়াড় তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছাড়তে প্রস্তুত, বিশেষ করে যারা সংবেদ🧜নশীল সীমান্ত এলাকার কাছাকাছিꦇ রয়েছেন।'
আরও পড়ুন:- ভারতের এই ৩ ব💮িশ্বকাপজয়ী ক্রিকেটার সেনাবাহিনীতে যোগ দেন, একজন এয়ার ফোর্সের অফিস♋ার
চলতি আইপিএলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোশ হেজেলউড, ট্র্যাভিস হেডের মতো অজি সুপারস্টাররা মাঠে নামছেন। ꩵএদিকে, রিকি পন্টিং এবং ব্🤡র্যাড হ্যাডিনের মতো অস্ট্রেলিয়ার কোচও রয়েছেন আইপিএলের আঙিনায়।
এদিকে, বৃহস্পতিবার খেলা মাঝপথে বাতিল হওয়ার পরে আইপিএল প্রধান অরুণ ধুমল পিটিআইকে জানিয়েছেন, ‘আমরা বর্তমা൲ন পরিস্থিতি পর্যালোচনা করছি। এটি একটি সংবেদনশীল পরিস্থিতি। আমরা সরকারের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। অবশ্যই সমস্ত বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে, পঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং বৃহস্পতিবার বলেন, ‘আমরা নিশ্চিত নই যে পরের ম্যাচ কো🔥থায় খেলতে যাচ্ছি। আমদাবাদ এবং জয়পুর সম্পর্কে কিছু কথা হয়েছে, তবে আমরা কেবল এই ম্যাচটি নিয়ে চিন্তিত।’
তিনি আরও বলেন, ‘গতꦛ কয়েক দিনে বেশ কিছু ঘটনা ঘ꧒টেছে এবং আমরা শুধু এখানে আমাদের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’
শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই নন, বরং আইপিএলে অংশ নেওয়া বহু বিদেশি ক্রিকেটার যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছেড়ে দেশে ফিরতে চাইছেন বলে খবর। বিশেষ করে ধরমশালার পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাܫচ মাঝপথেই পরিত্যক্ত হওয়ার পরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে হয়ে বলে মনে করা হচ্ছে।