রবিবার রাজস্থান রয়্যালসকে নিজেদের ঘরের মাঠ চিপকে হারানোর পর চেন্নাই সুপার কিংস উচ্ছ্বাসে ভাসে। এদিনই ঘরের মাঠে আইপিএলের লিগ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলে সিএসকে। তার পরেই হলুদ ব্রিগেড ভাসে উচ্ছ্বাসে। তবে চেন্নাই যদি প্লে-অফে ওঠে এবং কোয়ালিফায়ার টু-র জন্য যোগ্যতা অর্জন করে, তবে ফের তারা চিপকে খেলবে। এমন কী ফাইনালে উঠলেও, সেই ম্যাচট🔜িও হবে চিপকে।
সমর্থকদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেয় সিএসকে
এদিনের ম্যাচের পর দর্শকদের কিছুটা সময় থেকে যাওয়ার অনুরোধ করেছিল সিএসকে কর্তৃপক্ষ। অন্যদিনের মতো রবিবারও চিপক ছিল কানায় কানায় পূর্ণ। সকলেই ভেবেছিলেন, মহেন্দ্র সিং ধোনি হয়তো অবসরের ঘোষণা করবেন। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠে ৫০তম জয়ের পর সিএসকে সমর্থকদের সঙ্গেই সেলিব্রেশনে মাতে পুরো টিম। 🧔আসলে সমর্থকদের ভালবাসাকে ধন্যবাদ জানাতেই তাঁদের থাকতে বলেছিল চেন্নাইয়ের কর্তৃপক্ষ।
ধোনির ব্যবহারে মুগ্ধ সকলে
প্রথমে বিশেষ পদক পড়ানো হয়ে ধোনিদের। তার পরে দলের সব ক্রিকেটাররা মিলে গোটা মাঠ প্রদক💮্ষিণ করেন। ধোনিও সঙ্গে ছিলেন। একটি টেনিস র্যাকেট দিয়ে সই করা বল সমর্থকদের উদ্দেশে ছুড়ে দিতে থাক🍎েন ধোনি এবং তাঁর সতীর্থরা। সেই বল নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এই সময়েই ধোনির একটি বিশেষ ব্যবহার মন জিতেছে সকলের।
তখন ধারাভাষ্যকর হিসেবে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন সিএসকে খেলোয়াড় এবং ধোনির কাছের বন্ধু সুরেশ রায়নাও। রায়নাকে দেখেই ধোনি জড়িয়ে ধরেন। তার পর টেনিস র্যাকেটটি রায়নার হাতে তুলে দেন এবং সই করা বলগুলি গ্যালারিতে পাঠাতে বলেন। ধোনির এমন ব্যব🅠হারে মুগ্ধ হন সকলেই। এই ভিডিয়ো নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে।
ম্যাচের ফল
লিগ পর্বে🌠র শেষ হোম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল ২০২৪-এর প্লে-অফের দৌড়ে অক্সিজেন পেয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও রবিবার চিপকে সঞ্জু স্যামসনদের দেওয়া ১৪২ রানের লক্ষ্য🍸 তাড়া করতে গিয়ে কালঘাম ছুটল রুতুরাজ গায়কোয়াড়দের।
আরও পড়ুন: শুধু বেঙ্গালুরুর হয়েই IPL-এ ২৫০ ম্যাচ খে๊লে ফেললেন কোহলি, লিখলেন ইতিহাস