কেউ ভারতীয় নোটে তাঁর মুখ বসিয়ে দিচ্ছেন। কেউ তাঁকে দেখিয়ে বলছেন যে আরও একজন ‘বাপু' ইংরেজদের ঘুম ছুটিয়ে দিয়ে গেলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অক্ষর প্যাটেলের দুর্দান্ত পারফরম্যান্সের পরে ভারতের তারকা অল-রাউন্ডারকে নিয়ে সোশ্যাল⛦ মিডিয়ায় মিমের বন্যা বয়ে গেল। যেভাবে প্রথম বলেই জোস বাটলারের উইকেট নিয়ে সেমিফাইনালের মোড় ঘুরিয়ে দেন অক্ষর, তাতে ভারতীয় ফ্যানদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছেন তি𒀰নি। আর মজা করে তাঁরা বলতে শুরু করেছেন, ‘বাপু (অক্ষরকে সেই নামেই ডাকা হয় ভারতীয় দলে) ইংল্যান্ড কে লিয়ে, তু তো হানিকর হ্যা।’ একজন আবার বলেন, ‘ব্রিটিশদের ঘুম ছুটিয়ে দিচ্ছেন বাপু, এরকম ঘটনা আমরা আগেও দেখেছি।’
অক্ষরকে নিয়ে আর কে কী বললেন?
এক নেটিজেন বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার ইংরেজদের ঘুম ছোটালেন বাপু।’ উল্লে▨খ্য, মহাত্মা গান্ধীকে ‘বাপু’ বলতেন অনেকে। আর ভারতীয় দলেও অক্ষরের ডাকনাম হল ‘বাপু’। আর সেটা নিয়েই মজা করেছেন ওই নেটিজ🌼েন। কেউ-কেউ তো গান্ধীজির ছবিতে সুপার ইম্পোজ করে অক্ষরের মুখ বসিয়ে দিয়েছেন। ভারতের নোটেও সুপার ইম্পোজ করে অক্ষরের ছবি বসিয়ে দিয়েছেন কেউ-কেউ। একজন বলেন, ‘১০০ বছরের বেশি সময় ধরেই বাপুকে সামলাতে পারে না ইংরেজরা।’
এক নেটিজেন আবার অলরাউন্ডার অক্ষরের প্রশংসা করে লেখেন, 'রান চাই? ফিল্ডিং করতে হবে? উইকেট চাই? অক্ষর প্যাটেল হাজির।' সেইসঙ্গে নেত🐈া, পুলিশ, চিকিৎসক এবং আইনজীবীদের পোস্টারে অক্ষরের মুখ বসানো ছবিও পোস্ট করেন ওই নেটিজেন। অপর এক নেটিজেন তো আবার আরও কয়েক ধাপ এগিয়ে প্রশ্ন করেন যে অক্ষর ‘বাপু’-র মূর্তি কখন বসানো হবে?
আরও পড়ুন: IND vs ENG🌊: ওদের ২০-২৫ রান বেশি করতে দিয়েছ��ি, ওরা জয়ের যোগ্য: রোহিতদের কৃতিত্ব দিলেন বাটলার
সেমিফাইনালের মোড় ঘুরিয়ে দেয় অক্ষরের প্রথম উইকেটই
আর সত্যিই ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে খেলেছেন অক্ষর, তাতে তাঁর একটা মূর্তি বসিয়ে দিতেই পারেন ভারতীয় ফ্যানরা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যে দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়া কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি, তাদের নাকানিচোবানি খাইয়ে দেন অক্ষর। অধিনায়ক রোহিত শর্মা তাঁর হাতে বল তুলে দেওয়ার পরেই ইংল্যান্ডের ধস শুরু হয়। প্রথম বলেই আউট করে 🅺দেন বাটলারকে। সেটাই সেমিফাইনালের ‘টার্নিং পয়েন্ট’ হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।
আরও পড়ুন: Virat consoles emotional Rohit: দশ উইকেটে হারের শাপমুক্তিতে কাঁদলেন রোহিত, পা✅শে বিরাট, ব্রোম্যান্স𓆏ে ভাসল সবাই
অক্ষরের বোলিং পারফরম্যান্স
ইংরেজদের ঘুরে দাঁড় করাতে পারতেন যাঁরা, তাঁদের মধ্যে থেকেও দু'জনকে আউট করে দেন অক্ষর। জনি বেয়ারস্টো এবং মইন আলিকে ড্রেসিংরুমে🐭 ফেরত পাঠিয়﷽ে দেন। আর তিনটি উইকেটই নিজের প্রথম তিন ওভারের প্রথম বলে নেন। সবমিলিয়ে চার ওভারে ২৩ রান খরচ করেন। ডট বল করেন মোট ১০টি। সেই কারণে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন অক্ষর।
আরও পড়ুন: India Break T20𒁃 World Cup Jinx: ১০ বছরের ‘অভিশাপ’ কাটিয়ে দিল ভারত! ২০১৪ থেকে T20 বিশ্বকাপে কে✅উ সেটা করতে পারেনি