শুভব্রত মুখার্জি: দুবাইয়ের কোকাকোলা এরিনাতে আইপিএলের মিনি নিলামে ভাগ্যের শিকে ছিঁড়েছে দেশি, বিদেশি একাধিক ক্রিকেটারের। রাতারাতি কোটিপতি হয়েছেন একাধিক ক্রিকেটার। নিজেদের ভাগ্য পরীক্ষা করতে নথিভুক্ত হয়েছিলেন ৩৩৩ জন ক্রিকেটার। য🐠েখানে থেকে মাত্র ৭৭ জন ক্রিকেটারের ভাগ্য সুপ্রসন্ন🐟 হয়েছে। তবে দু'শোর উপর ক্রিকেটারের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি। আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি দলে জায়গা পাননি তাঁরা। আর এই না পাওয়াদের দলে জায়গা পেয়ে বেশ হতাশ ইংল্যান্ডের তরুণ ব্যাটার ফিল সল্টও। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইপিএলের নিলামে তিনি দল পাওয়ার আশা করেছিলেন!
ꦑআইপিএলের নিলাম প্রসঙ্গে এই ইংলিশ ওপেনার বলেছেন, ‘এটি (নিলামের সকাল) একটি বিভ্রান্তিকর সকাল ছিল। আমি আশা করেছিলাম যে, দল (ফ্র্যাঞ্চাইজি) পাব। গত বছর সেখানে (আইপিএলে) খেলেছি। ভালো পারফরম্যান্সও করেছি। পরবর্তীতে ভালো একটি বছর কাটিয়েছি আমি । কিন্তু এগুলো ঘ𝕴টবেই। এটাকে মেনে নিতে হবে। এটি নিলামের লটারির একটি অংশ। নিলামের প্রক্রিয়াতে এগুলো হবেই। তবে আমাদের (ইংল্যান্ড সিনিয়র দল) ড্রেসিংরুমের কয়েক জন ছেলে দল পেয়েছে। তাদের ক্রিসমাসটা ভালো যাবে। আমি তাদের জন্য খুশি।’
আরও পড়ুন: এত টাকা দিয়ে মিচেল স্টার্ককে কেন দলে নিল KKR? যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন গ𝓡ম্ভীর
তিনি আরও বলেন, ‘আমি কিছুটা বিভ্রান্তꦰ ছিলাম। কিন্তু এটা ঘটতেই পারে। ꦗআইপিএলের নিলামের তালিকায় কোনও খারাপ ক্রিকেটার থাকে না। এটা সেই জিনিসগুলোর মধ্যেই একটি।’
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে দারুণ ফর্মে র♔য়েছেন সল্ট। সিরিজ হারের মুখে দাঁড়িয়ে তৃতীয় ম্যাচে তাঁর অনবদ্য শতরানেই জয়ে ফিরেছিল ইংল্যান্ড। মঙ্গলবার আরও একটি শতরান করেছেন সল্ট। সেখানেও গড়েছেন রেকর্ড। অথচ টানা দুই ম্যাচে শতরানকারী ক্রিকেটারই দল পেলেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এমন ঘটনায় সল্ট নিজেও বেশ অবাক হয়েছেন।
সল্ট দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বশেষ আসরে দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৯ ম্যাচে ২৭.২৫ গড়ে করেছিলেন ২১৮ রান। অথচ ১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইজ থাকা এই ক্রিকেটারকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। উল্লেখ্য, সল্টের সতীর্থ হ্যারি ব্রুক, ক্রিস ওকস, টম কারানরা এই নꦿিলামেই দল পেয়েছেন।