এমনিতেই নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে হেরে বসায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি ছিল পাকিস্তানের কাছে কার্যত মরণ-বাঁচন লড়াই। তাই বাড়তি চাপে ছিলেন মহম্মদ রিজওয়ানরা। ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই পাক ক্রিকেটারদের উপর প্রত্যাশার চাপও ছিল বিস্তর। সেই চাপ সামলাতে পারেননি পাক তারকারা। সেই কারণেই ম্যাচে আগাগোড়া খোলসের ভিতরে ঢুকে থাকতে দেখা যায় রিজওয়ানজের এবং ছড়ি ঘোরান বিরাট কোহলিরা।
রবিবার দুবাইয়ে পাকিস্তানের তোলা ২৪১ রান টপকে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার। বিরাট কোহলি কার্যত ধীরে সুস্থে নিজের শতরানে পৌঁছে ভারতের জয় নিশ্চিত করেন। ম্যাচে পাকিস্তানের ভুল-ভ্রান্তির তালিকা দীর্ঘ। ম্যাচের শেষে পাক দলনায়ক রিজওয়ান সেটা মেনেও নেন। তবে নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে রিজওয়ান আলাদা করে ভারতীয় ক্রিকেটারদের কৃতিত্বকে সামনে তুলে ধরেন বারবার। ভাবখানা এমন যে, ভারত ভালো খেলেছে বলেই জিতেছে।
যদিও এই বিষয়ে কোনও দ্বিমত নেই যে, টিম ইন্ডিয়া ভালো খেলেছে বলেই জয় তুলে নিয়েছে। তবে তাতে এটা ঢাকা মুশকিল যে, পাকিস্তান মোটেও সাহসী ক্রিকেট উপহার দিতে পারেনি। তাই ম্যাচের শেষে রিজওয়ানের বিরাট বন্দনার বহর দেখে বুঝে ওঠা মুশকিল যে, পাকিস্তান আদৌ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল নাকি ভারতের খারাপ খেলার আশায় বুক বেঁধে লড়াইয়ে নেমেছিল।
হারের কী অজুহাত দিলেন রিজওয়ান?
রিজওয়ান বলেন, ‘আমরা টস জিতি, তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি। আমাদের মনে হয়েছিল এই পিচে ২৮০ রান ভালো স্কোর হতে পারে। তবে মাঝের ওভারে ওদের বোলাররা ভালো বল করে এবং ক্রমাগত উইকেট তুলে নেয়। আমি আর সউদ শাকিল যখন ব্যাট করছিলাম, আমাদের লক্ষ্য ছিল ইনিংস যতটা সম্ভব গভীরে টেনে নিয়ে যাওয়া। তবে খারাপ শট বাছাইয়ের জন্যই আমরা উইকেট হারাতে থাকি এবং ২৪০-এ আটকে যাই।’
পাক দলনায়ক পরক্ষণেই বলেন, ‘ম্যাচ হেরেছেন মানে, সব বিভাগে সেরাটা মেলে ধরতে পারেননি। আবরার উইকেট তোলে বটে, তবে কোহলি ও গিল ম্যাচটা আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাছাড়া আমাদের ফিল্ডিং মোটেও ভালো হয়নি। আমরা এই ম্যাচে বিস্তুর ভুল করেছি এবং আগের ম্যাচেও সেটা চোখে পড়েছে। ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতে হবে।’
আরও পড়ুন:- ICC ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে বেশি ৫ বার ম্যাচের সেরা কোহলি- তালিকা
এখন প্রশ্ন হল এই যে, রিজওয়ানের কথা মতো পাকিস্তান যদি ২৮০ রানে পৌঁছেও যেত, তাহলেও কি ভারতের ব্যাটিং লাইনআপকে তার মধ্যে আটকে রাখতে পারত তারা? কেননা পাকিস্তানের ২৪১ রানের জবাবে ৪ উইকেটে ২৪৪ রান তুলে ম্যাচ জিততে ভারতের খরচ হয় ৪২.৩ ওভার। সুতরাং, এখনও ৪৫টি বল হাতে ছিল ভারতের।