এবারের আইপিএল নিলাম থেকে চেন্নাই সুপার কিংসের একটি বড় লক্ষ্য ছিল বেন স্টোকসের পরিবর্ত খুঁজে নেওয়া। ১৪ কোটি টাকা দিয়ে ড্যারিল মিচেলকে কিনে সেই লক্ষ্য পূরণেরই চেষ্টা করেছে সিএসকে। গত বারের নিলামে বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনলেও, তাঁকে খুব বেশি ব্যবহার করতে পারেনি চেন্নাই। চোটের ক﷽ারণে খেলতেই পারেননি স্টোকস। তিনি এ বারের আইপিএলেও নেই। তাই স্টোকসকে ছেড়ে দেয় সিএসকে। তাঁর জায়গায় ড্যারিল মিচেলকে ১৪ কোটি টাকা দিয়ে কেনে তারা। আর তাঁর দাম ১৪ কোটি ওঠায় উচ্ছ্বসিত মিচেল।
নিলামের পর দিন সকালে নিউজিল্যান্ডে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে মিচেল দবি করেছেন, ‘প্যাডেলগুলি উপরে উঠতে ꦺদেখে আমার হার্ট একটু একটু করে পাম্প করতে শুরু করে। আগে একটি নিলামের মধ্যে দিয়ে গিয়েছি এবং অবিক্রিত হয়ে গিয়েছি। তবে এই অভিজ্ঞতাটির জন্য মঙ্গলবার একটি বিশেষ রাত ছিল এবং এখন স্পষ্টতই চেন্নাই সুপার কিংসের অংশ হতে পেরে খুব ভালো লাগছে।’
তিনি আরও বলেছেন, ‘আজ অ্যাডির (বড় মেয়ে) জন্মদিন, তাই নিলাম চলার সময়ে কিছ🌳ু উপহার এবং জিনিসপত্র গুছিয়ে রাখা হচ্ছিল। নিলামে কখন উঠব, জানা ছিল না। তাই হ্যাঁ, আমরা নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম এবং নিলামে চোখ রেখেছিলাম, এবং যখন নিলামে উঠি, তখন কী ঘটবে, তা দেখার জন্য স্ক্রিনে আটকে থাকি।’
এখানেই শেষ নয়। মিচেল জানিয়ে🍃ছেন, নিলাꦿমের পর সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং তাঁকে ফোন করেছিলেন। মিচেল বলেছেন, ‘সব কিছু শেষ হওয়ার পর চেন্নাই আমার সঙ্গে যোগাযোগ করে। ম্যানেজার ফ্লেমের সঙ্গে কথা হয়। সিএসকে-র সঙ্গে কথা বলে কিছু জিনিস পরিষ্কার হয়। পাশাপাশি নিজেকে চেন্নাই সুপার কিংসের অংশ বলে মনে হয়। আমি এতটা ভাগ্যবান কিনা, সেটা নিজেকে চিমটি কেটে দেখেছি। এটি সবই খুব দ্রুত ঘটে। এবং কয়েক মাসের মধ্যে এই দলে যোগ দেওয়া জন্য অপেক্ষা করছি।’
২০টি টেস্ট, ৩৯টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলা ড্যারিল মিচেল নিউজিল্যান্ডের জাতীয় দলের একজন প্রতিষ্ঠিত সদস্য। ২০২২ সালে রাজস্থান রয🏅়্যালসের অংশ ছিলেন তিনি। কিন্তু প্রথম একাদশে মাত্র দু'বার সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন: এত টাকা দিয়ে মিচ♍েল স্ট෴ার্ককে কেন দলে নিল KKR? যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন গম্ভীর
মিচেল বলেছেন, ‘আজ আমার বড় মেয়ের পাঁচ বছরের জন্মদিন। তাই আমি ওকে ঘুম 🌱থেকে ওঠানোর জন্য একটি সুন্দর উপহার কিনে দেওয়ার সুযোগ পেয়েছি। এমন নয় যে, ও বুঝতে পারছে কী ঘটছে। কিন্তু হ্যাঁ, এই ধরণের পরিস্থিতির পুরো বিষয়টিই, আমাদের পরিবারকে অনেক উপায়ে সেট করতে সাহায্য করবে। আমার দুই মেয়ে বড় হচ্ছে। ওরা হয়তো একদিন এই বিষয়গুলি উপভোগ ক𒊎রবে। এবং সেটা আমার জন্য করবে। সেটা হলে, খুব ভালো হবে। ওদের জন্যই তো এত সবটা করা।’
চেন্নাই সুপার কিংসে মিচেল অনেক পরিচিত মুখ পাবেন। স্যান্টনার, ফ্লেমিং তো আছেনই, রাচিন রবীꦉন্দ্রকেও নিলাম থেকে নিয়েছে সিএসকে। এবং ডেভন কনওয়ে ইতিমধ্যেই সেখানে রয়েছেন। ফিজিও টমি সিমসেকও রয়েছেন।
ড্যারিল মিচেল বলেছেন, ‘ফ্লেমের অধীনে খেলার জন্য সত্যিই উচ্ছ্বসিত। ও অবশ্যই একজন খেলোয়াড় এবং এখন একজন কোচ হিসাবেও আমাদের দেশের ক্রিকেটে দুর্দান্ত। ওর কাছ থেকে শেখার জন্য মুখিয়ে। ও অবশ্যই অনেক সাফল্য পেয়েছে এবং আমি এর জন্য অপেক্ষা করছি। এছাড়াও আমি প্রায় ১২ বছর বয়স থেকে মিচের (মিচেল স্যান্টনার) সঙ্গে বড় হয়েছি। এবং এখন দলে ডেভ 🔥এবং রাচিনও রয়েছে। এটি বেশ মজার হবে।’