টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বিশাল রানের ইনিংস গড়ার পরেই দেওয়াল লিখন পড়া যাচ্ছিল। গলের বাইশগজে স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করা যে সহজ হবে না, সেটা বুঝতে অসুবিধা হয়নি কারও। শেষমেশ সত্যি হল আশঙ্কা। ঘরের মাঠে অজি স্পিনারদের কাছে আত্মসমর্পণ করেন শ্রীলঙ্কার ব্যাটাররা।
গলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে একে তো ফলো-অনের লজ্জায় পড়তে হয় শ্রীলঙ্কাকে। তার উপর ইনিংসে হারের লঞ্ছনাও সহ্য করতে হয় তাদের। সিংহলিদের তাদের ঘরের মাঠে এক ইনিংস ও ২৪২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অনুকূল পরিস্থিতিতে স্কোরবোর্ডে বিরাট রান তোলে তারা। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৬৫৪ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। তারা ব্যাট করে সাকুল্যে ১৫৪ ওভার।
দুরন্ত দ্বিশতরান উসমান খোয়াজার
দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন উসমান খোয়াজা। তিনি ৩৫২ বলে ২৩২ রান করে আউট হন। মারেন ১৬টি চার ও ১টি ছক্কা। দাপুটে শতরান করেন স্টিভ স্মিথ ও অভিষেককারী জোশ ইংলিস। ক্যাপ্টেন স্মিথ ২৫১ বলে ১৪১ রান করে আউট হন। তিনি সাকুল্যে ১২টি চার ও ২টি ছক্কা মারেন। ইংলিস ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১০১ রান করে আউট হন। এছাড়া ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন ট্র্যাভিস হেড। শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন প্রবথ জয়সূর্য ও জেফ্রি বন্দরসে।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬৫ রানে। তারা ৫২.২ ওভার ব্যাট করে। ১৩৯ বলে ৭২ রান করেন দীনেশ চণ্ডীমল। তিনি ৯টি চার মারেন। ধনঞ্জয়া ডি'সিলভা ২২ ও কুশল মেন্ডিস ২১ রানের যোগদান রাখেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ৬৩ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন ম্যাথিউ কুনম্যান। ৫৭ রানে ৩টি উইকেট নেন নাথান লিয়ন।
শ্রীলঙ্কাকে ফলো-অন করায় অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসের নিরিখে ৪৮৯ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা। ফলো-অন করে দ্বিতীয় ইনিংসেও সেই রান টপকানো সম্ভব হয়নি তাদের পক্ষে। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ২৪৭ রানে।