মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় সমগ্র দেশ স্তব্ধ হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে আইপিএলের চলতি আসরে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর মধ্যকার ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
এছাড়াও, উভয় দলের খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তারা কালো বাহুবন্ধনী পরবেন, পহেলগাঁওয়ের এই নির্মম সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে। আজকের ম্যাচে কোনও আতশবাজি এবং চিয়ারলিডার থাকবে না।
কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা এবার IPL 2025-এর মঞ্চে। সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ এবার IPL 2025-এর মঞ্চে দেখা যাবে। বুধবার আইপিএল ২০২৫- এর ৪১তম ম্যাচে অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে আতশবাজি ও চিয়ারলিডার দেখা যাবে না।
আরও পড়ুন …. প্রথমে কালবৈশাখী পরে খারাপ আলো, ১০৫ মিনিট খেলার পরে পরিত্যক্ত ফাইনাল ম্যাচ! বাংলাদেশ ফুটবলে অবাক করা ঘটনা
ঠিক করা হয়েছে বুধবারের রাতে MI (মুম্বই ইন্ডিয়ান্স) ও SRH (সানরাইজার্স হায়দরাবাদ) দলের খেলোয়াড়রা এবং আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন। জানা গিয়েছে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
জেনে নিন SRH vs MI ম্যাচে কী কী দেখা যাবে-
১) ম্যাচ শুরুর এক মিনিট নীরবতা পালন করা হবে।
২) আজ রাতের ম্যাচে কোনও আতশবাজি ও চিয়ারলিডার থাকবে না।
৩) দুই দলের খেলোয়াড়রা এবং আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন।
আরও পড়ুন … এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল?
এই ঘটনা প্রসঙ্গে ক্রিকেটাররা কী বললেন?
এই বর্বরোচিত হামলার নিন্দা করেছেন বর্তমান ও প্রাক্তন অনেক ভারতীয় ক্রিকেটাররা।
প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং এক্স (X)-এ লেখেন, ‘পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারদের প্রতি আমার সমবেদনা। এই অযৌক্তিক সহিংসতার তীব্র নিন্দা জানাই। এই কঠিন সময়ে একতা ও সহানুভূতির মাধ্যমে শক্তি খুঁজে পাই আমরা।’
আরও পড়ুন … ভারত জবাব দেবে.. গর্জে উঠলেন গম্ভীর! বাইশ গজে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ