চলতি বর্ডার-গাভসকর ট্রফির প্রায় প্রতি ম্যাচেই প্লেয়িং ইলেভেন নিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে ভারতকে। পার্থের প্রথম টেস্টে অশ্বিন-জাদেজাকে বসিয়ে ভারত মাঠে নামায় ওয়াশিংটন সুন্দরকে। পরে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে সুন্দরকে 🧸বসিয়ে ভারত মাঠে নামায় অশ্বি♔নকে।
ব্রিসবেনের তৃতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানাকে বাদ দেয় ভারত। দলে ঢোকেন রবীন্দ্র জাদেজা ও আকাশ দীপ।♕ মেলবোর্নের চতুর্থ টেস্টে গিলকে বসিয়ে স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরে মাঠে নামায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
প্রায় প্রতি টেস্টেই ভারতের কম্বিনেশন নিয়ে অখুশি প্রকাশ করতে দেখা যায় বিশেষজ্ঞদের। এবার সিডনির পঞ্চম তথা 🎐শেষ টেস্টের প্লেয়িং ইলেভেনেও রদবদল করতে বাধ্🃏য হবে ভারত। কেননা চোটের জন্য আকাশ দীপ মাঠে নামতে পারবেন না। তাই তাঁর জায়গায় অন্য কোনও ক্রিকেটারকে মাঠে নামাতেই হবে ভারতকে।
আকাশ দীপের জায়গায় মাঠে নামতে পারেন কে?
আকাশ দীপের জায়গায় ভারꦯত মাঠে ফেরাতে পারে হর্ষিত রানাকে। এছাড়া টিম ইন্ডিয়ার হাতে পেস বিকল্প হিসেবে প্রসিধ কৃষ্ণাও রয়েছেন। অথবা ভারত আকাশের জায়গায় মাঠে ফেরাতে পারে শুভমন গিলকে। সেক্ষেত্রে সিডনিতে বাড়তি চাপ নিতꦗে হবে নীতীশ রেড্ডিকে।
সিডনির পিচে পর্যাপ্ত ঘাস𒆙 রয়েছে। তবে সিডনিতে স্পিনারদের জন্য সাহায্য থাকে। এই বিষয়টিই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দুই স্পিনারে দল সাজাতে উদ্দীপ্ত করতে পারে।
ঋষভ পন্ত কি বাদ পড়বেন?
তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে উইকেটকিপার ঋষভ পন্তকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে। পন্তের আউট হওয়ার ধরণ নিয়ে মোটেও খুশি নয় টিম ম্যানেজমেন্ট। ঋষভ যদি বাদ পড়েন, তবে সে🐭টা চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত হবে সন্দেহ নেই।
পন্ত না খেললে ভারত কিপিং করাতে পারে ধ্রুব জুরেলকে দিয়ে। নতুবা লোকেশ রাহুলের হাতে কিপিংয়ের দস্তানা🌳জোড়া তুলে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে অবশ্য একজন বো🔥লার না কমিয়েও শুভমন গিলকে দলে ফেরাতে পারবে ভারত।
এদিকে ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্মও নিতান্ত তলানিতে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ඣরোহিতের খেলা না খেলার বিষয়ে কোনও মন্তব্য করেননি কোচ গম্ভীর। শুধু জানিয়েছেন যে, পিচ দেখে টসের আগে ঠিক করবেন প্রথম একাদশ।
সিডনি টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জসওয়াল, রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল𝓡, ঋষভ পন্ত/ধ্রুব🌞 জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা/ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা/প্রসিধ কৃষ্ণা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।