গত বছর ক্যাপ্টেন হিসেবে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতান রোহিত শর্মা। ঠিক তার পরেই তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। পরে চলতি আইপিএলের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে হিটম্যান জানিয়ে দেন যে, তিনি টেস্ট ক্রিকেট থেকেও অবসℱর নিচ্ছেন। যার অর্থ, গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরে তো বটেই, ভবিষ্যতে আর কখনও ভারতের সাদা জার্সিতে দেখা যাবে না রোহিতকে।
হিটম্যান এবছর ক্যাপ্টেন হিসেবে ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেন। তিনি ওয়ান ডে ক্রিকেট খেলা জারি রাখবেন বলে নিশ্চিত করেছেন। বোঝাই যাচ্ছে যে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে চোখ রয়েছে রোহি🎶তের। যদিও রোহিত নিজে কী চাইছেন সেটা বড় কথা নয়, বোর্ড তথা জাতীয় নির্বাচকরা রোহিতকে নিয়ে কী ভাবছেন, সেটাই গুরুত্ব পায় সবার আগে।
যদিও এমন আবহে রোহিত নিজের ওয়ান ডে কেরিয়ারের ভবিষ্যৎ ♏নিয়ে ছবিটা স্পষ♓্ট করেন। কবে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি, বুঝিয়ে দেন নিজের কথায়। অভিজ্ঞ সাংবাদিক বিমল কুমারের সঙ্গে আলোচনায় হিটম্যান পরিষ্কার ভাষায় জানান যে, তিনি এখনও দলের পারফর্ম্যান্সে নিজের অবদান রাখতে পারছেন বলে মনে করেন।
রোহিত বলেন, ‘আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলব। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ♊১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কী? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।’
আরও পড়ুন:- নেপালের কাছে ৫ গোলে শ্রীলঙ্কার হারে 'মাঠে না ไনেমেই' সেমিফাইনালের ൲টিকিট পেল ভারত
রোহিত আরও বলেন, 'আমি এমনটা আগেও করেছি। আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালি⛦য়ে যাব। যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।
আরও পড়ুন:- বাকিরা ছত্রভঙ্গ, IPL 2025 ফের কবে শুরু হবে স্থির না হলেও প্র্যাক্টিস শুরু গি꧙লদের
রোহিত শর্মার ওয়ান ডে কেরিয়ার
উল্লেখ্য, রোহিত শর্মা এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭৩টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন। ২৬৫টি ꦰইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেছেন ১১১৬৮ রান। হিটম্যান ওয়ান ডে ক্রিকেটে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ-সেঞ্চুরি করেছেন।♔