নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা নিশ্চিত করল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এর পিছনে ছিল সূর্যকুমার যাদবের অপরাজিত ৭৩ রানের ইনিংস।
মুম্বই ইন্ডিয়ান্সের ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদবের অপরাজিত ৭৩ রানের ইনিংসের উপর ভর করে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১৮০/৫ রান সংগ্রহ করে।
দিল্লি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিকে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে হত। তবে তারা ১৮.১ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায়। এই সময়ে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ফ্যাফ, রাহুল ও অভিষেক পোড়েলের উইকেট হারায় দিল্লি। এরপরে বিপ্রজ নিগম ও সমীর রিজভি লড়াই করার চেষ্টা করেন। তবে বিপ্রজ নিগম ১১ বলে ২০ রান করে স্যান্টনারের শিকার হন। ৮ ওভারে ৫৫ রানে চার উইকেট হারায় দিল্লি। ৭২ বলে ১২৬ রান দরকার হয় ক্যাপিটালসের। এরপরে ত্রিস্তান স্টাবসকে ২ রানে LBW করে সাজঘরে ফেরান বুমরাহ। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। একটা সময়ে ১৫.৩ ওভারে ১০৮ রানে ৮ উইকেট হারায় দিল্লি।
ম্যাচ পুরোপুরি মুম্বইয়ের হাতে চলে যায়। মিচেল স্যান্টনার দারুণ বোলিং করেন ও তিন উইকেট নেন। বুমরাহও তিনটি উইকেট শিকার করেন। ১২১ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ৫৯ রানে ম্যাচ হেরে আইপিএল ২০২৫-এর প্লে অফ থেকে ছিটকে যায় দিল্লি ক্যাপিটালস।
এর আগে দিল্লি ক্যাপিটালসের স্ট্যান্ড-ইন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন মুম্বইয়ের ইনিংস ওপেন করতে আসেন, তবে ভালো সূচনা দিতে ব্যর্থ হন। রোহিত (৫) তৃতীয় ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
রোহিতের বিদায়ের পর উইল জ্যাকস ক্রিজে আসেন এবং রিকেলটনের সঙ্গে ২৫ রানের একটি জুটি গড়েন। তবে জ্যাকস (১৩ বলে ২১ রান) ষষ্ঠ ওভারে মুকেশ কুমারের বলে আউট হন। জ্যাকসের আউট হওয়ার পর সূর্যকুমার যাদব ব্যাট হাতে নামেন। হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন দলটি ষষ্ঠ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে।
সপ্তম ওভারে স্কোর ৫৮ রানে পৌঁছাতেই রিকেলটনকে আউট করেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব, এটি ছিল তাঁর আইপিএল কেরিয়ারের ১০০তম উইকেট। ১৪তম ওভারের প্রথম বলেই মুম্বই দল ১০০ রান পূর্ণ করে, যেখানে সূর্যকুমার মুস্তাফিজুর রহমানের বলে একটি সিঙ্গেল নেন।
১৫তম ওভারে দলীয় স্কোর ১১৩ রানে পৌঁছালে তিলক বর্মা (২৭ বলে ২৭) মুকেশ কুমারের বলে আউট হন। ১৭তম ওভারে ১২৩ রানের মাথায় মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৩) আউট হন। ১৯তম ওভারে সূর্যকুমার ৩৬ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। একই ওভারে নমন ধীর মুকেশ কুমারের বলে একটি ছক্কা হাঁকিয়ে দলের স্কোর ১৫০ রানে নিয়ে যান।