নববর্ষে ইডেনে উপস্থিত শাহরুখ খান, এদিনই জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। পয়লা বৈশাখে ক্রিকেটের নন্দনকাননে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। আইপিএল-এর ২৮তম ম্যাচে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকে𝄹টে হারিয়েছে কেকেআর। মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ার, ফিলিপ সল্টের দুরন্ত পারফরমেন্সের ফলে এমন এই জয় পেয়ে কলকাতা নববর্ষের উপহার দিয়েছে কেকেআর।
পতাকা মাটি থেকে তুলে রাখেন শাহরুখ খান
রিঙ্কু-রাসেলদের সমর্থন করতে মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছিলেন শাহরুখ খান। আর এদিনের ম্যাচের পরে নাইট কর্ণধার এমন কিছু করলেন যার জন্য কেকেআর-এর ভক্তদের মন জিতলেন কিং খান। আসলে এদিনের KKR vs LSG ম্যাচ শেষ হতেই গ্যালারিতে কেকেআরের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখেন শাহরুখ খান। এরপরে নিজের বক্স ছাড়ার আগে কলকাতা নাইট রাইডার্সের পতাকা মাটি থেকে তুলে চেয়ারে রাখেন শা🧸হরুখ খান। তবে এটি তিনি একবার করেননি। একাধিকবার শাহরুখ খানকে এ🦂মনটা করতে দেখা গেল। তিনি যা করেছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
সকলে শাহরুখ খানর প্রশংসা করছেন-
ইডেনে কেকেআরের ম্যাচের সময় গ্যালারিতে প্রত্যেকটি আসনে একটি করে পতাকা দেওয়া থাকে। দর্শকের꧃া যাতে সেই পতাকা নিয়ে নিজের দলকে সমর্থন করতে পারেন। শাহরুখ খানদের বক্সের আসনেও কেকেআর-এর পতাকা রাখা ছিল। খেলা শেষে নিজের সিট ছাড়ার পরে শাহরুখ খান দেখেন কেকেআর-এর পতাকা মাটিতে পড়ে রয়েছে। এরপরই শাহরুখ খান কেকেআরের সবকটি পতাকা মাটি থেকে তুলে চেয়ারে রাখেন। এই মুহূর্তের ছবি বিভিন্ন জায়গা থেক♔ে তাঁর ভক্তেরা তুলে রাখেন এবং সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন… IPL 💙2024: যাবতীয় অভিমান গলে জল, নাইটরা জিততেই ইডেনের পিচ কিউরেটর সুজনকে বাহবা꧙ শাহরুখের
কেকেআর-এর সাজঘরে শাহরুখ খান-
শাহরুখ খানের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। নিজের দল ও দলের পতাকার প্রতি কিং খানের ভালবাসার প্রশংসা করেছেন সকলেই। তাঁদের মতে, এত ব্যস্ততার পরেও কেকেআরের খেলা থাকলে শাহরুখ খান পৌঁছে যান মাঠে। খেলা শেষে নিজের দলের ক্রিকেটার ও প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের♔ সঙ্গে কথা বলেন। দর্শকদের বিনোদন দেন। এর থেকেই বোঝা যায়, আইপিলের সঙ্গে তিনি কতটা যুক্ত। এদিনের ম্যাচের পরে নাইটদের সাজঘরে গিয়ে শ্রেয়স আইয়ারদের সঙ্গে কথা বলেন শাহরুখ খান। তিনি দলের প্রত্যেক ক্রিকেটারকে প্রত্যেকের পাশে থাকার বার্তা দেন।
দলের সমর্থনে পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টারে ছয়লাপ হয় প্রতি স্টেডিয়াম। ইডেনেও রবিবারের ম্যাচে একই ছবি দেখা গিয়েছিল। কেকেআরের সমর্থকদের হাতে হাতে দে𒀰খা গিয়েছিল পতাকা। কিন্তু ম্যাচ শেষ হতেই অনেকে স্টেডিয়ামেই সেই পতাকা ফেলে রেখে চলে যাও꧒য়া হয়। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিং খানের এক ভিডিয়ো। এই ভিডিয়োতে বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে শাহরুখ খানের আবেগটা কতটা গভীর।