ফের দেখা গেল মহেন্দ্র সিং ধোনির উন্মাদনা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চার বছর পরেও ভক্তরা তাঁর এক ঝলক দেখার জন্য সব বাধা টপকাতে পারেন। বর্তমানে ৪২ বছর বয়সি মাহি এখন শুধু আইপিএলেই ভক্তদের মনোরঞ্জন করতে পারছেন, এই কারণেই দেশের যে কোন প্রান্তেই সিএসকে-র ম্যাচ অনুষ্ঠিত হোক না কেন, হলুদ জার্সির সমুদ্র অবশ্যই দেখা যাচ্ছে।
কী হয়েছিল গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে-
একদিকে, ভক্তরা তাদের দলের উইকেট পতনের কারণে দুঃখিত, অন্যদিকে, 'থালা' ব্যাট করতে আসছে বলে সিএসকে ভক্তরা খুশিতে নাচতে থাকেন, চিৎকার করতে থাকেন। শুক্রবার রাতে গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ চলাকালীন এই একই ছবি দেখা গিয়েছিল। তবে এর মাঝেও দেখা গেল এক অন্য ছবি।
এ দিন মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামার পরে এক ভক্ত মাঠের সীমা অতিক্রম করেন এবং নিরাপত্তা ভেঙ্গে ধোনির কাছে পৌঁছে যান। মাহির এই ফ্যান আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সব নিরাপত্তা কর্ডন ভেঙ্গে মাঠে প্রবেশ করেন এবং তারপর সেই ব্যাক্তি এমন কিছু করেন যা ভক্তদের মন জয় করেন।
আরও পড়ুন… IPL 2024: আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে নতুন কৌশল তৈরি করেছেন কোহলি
গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ
এই ঘটনাটি ঘটেছে চেন্নাই সুপার কিংসের ইনিংসের শেষ ওভারে। ২০তম ওভারে রশিদ খানকে দুটি ছক্কা মেরেছিলেন ধোনি। তারপর এই পাগল ভক্ত সব নিরাপত্তা ভেঙ্গে মাঠে প্রবেশ করেন। এই ভক্ত ধোনির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তিনি তাকে স্পর্শ করেন না বা জড়িয়ে ধরেন না, তিনি কেবল প্রণাম করে মাথা নত করেন। ভক্তরা এই ভিডিয়োটি খুব পছন্দ করছেন। আপনিও দেখুন-
আরও পড়ুন… ভিডিয়ো: শুনেছেন কি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা
গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফল কী হল
এই ম্যাচে ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। তবে দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি তিনি। এই ম্যাচে প্রথমে ব্যাট করে শুভমন গিল এবং সাই সুদর্শনের সেঞ্চুরির ভিত্তিতে বোর্ডে ২৩১ রান করেছিল গুজরাট টাইটানস। এই স্কোর তাড়া করতে গিয়ে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৯৬ রান করতে পারে। ৩৫ রানে জেতে গুজরাট। চলতি আইপিএল-এ ১২ ম্যাচে এটি চেন্নাইয়ের ষষ্ঠ পরাজয়। এই পরাজয় দলের প্লে-অফে যাওয়ার পথটা একটু কঠিন করে দিয়েছে।