নির্বাচনী কুস্তিতে ফের একবার প্রতিদ্বন্দী কীর্তি আজাদকে তাঁর ভাষাতেই জবাব দিলেন বর্ধমান দুর্গাপ𝓰ুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলেন তিনি। এর পর তিনি বলেন, আমি টায়ার্ডও নই রিটায়ার্ডও নই। যেখানে যাই সেখানে খেলি আর জিতি।
এদিন দিলীপবাবু বলেন, ‘আমি রিটার্ডার নই, টায়ার্ডও নই। আমি এখনও সেই ভাবেই খেলি। যে মাঠে যাই সেখানে খেলি, যেমন পিচ পাই তেমন খেলি এবং জিতি। জ💞বাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেব। ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে’।
আরও পড়ুন: বেল🌺🅺েঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ CRS-র! ‘পরীক্ষায় ফেলের জন্য’ দুষল পুলিশকে
বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রে এবার লোকসভা নির্বাচনে জমজমাট লড়াই হতে চলেছে। গত নির্বাচনে বিজেপির দখলে থাকা এই আসনে এবার দিলীপ ঘোষকে প্রার্থী করেছে দল। মেদিনীপুর কেন্দ্রের বদলে বর্ধমান – দুর্গাপুর থেকে দিলীপবাবুকে টিকিট দিয়েছে বিজেপি। ওদিকে ওই কেন্দ্র ফের দখল করতে এবার তৃণমূলের দাবি বিহারের বাসিন্দা তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকে♏টারকে ময়দানে নামিয়ে দিলীপ ঘোষকে কুপোকাত করতে চায় তৃণমূল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্ধমান – দুর্গাপুরে তৃণমূল – বিজেপির হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে। একদিকে যেমন দিলীপ ঘোষের মতো পোড় খাওয়া রাজনীতিক রয়েছেন, অন্য দিকে রয়েছেন ক্রিকেটে♐র জনপ্রিয় মুখ। তবে গত বছরের এবার বিজেপির সংগঠন সেখানে কয়েক গুণ মজবুত হয়েছে। ফলে নতুন মাঠে কীর্তি আজাদকে যথেষ্ট বেগ দিতে চলেছেন দিলীপ ঘোষ। তাছাড়া কীর্তি আজাদকে বহিরাগত বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। পালটা, তৃণমূলের প্রচারে উঠে এসেছে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের টিকিট না পাওয়ার প্রসঙ্গ।