বাম – কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির দলের জোট নিয়ে প্রথম মুখ খুললেন কোনও বিজেপি নেতা। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, বাম – কংগ্রেসের সঙ্গে আব্বাসউদ্দিনের দলের জোট হলে আসন্ন বিধানসভা নির্বাচনে💎 তৃতীয় স্থানে নেমে যেতে পারে তৃণমূল কংগ্রেস।
বুধবার নোয়াপাড়ায় অর্জুন সিং বলেন, ‘শাসকদলের বিরুদ্ধে মুসলিম ভোট এর জায়গায় পড়লে ছবিটা বদলে যেতে পারে। দিদি আপনি অপেক্ষা করুন। যদি বাম – কংগ্রেস – আব্বাস সিদ্দিকি আর মিম একজোট হয় তাহলে আপনাকে তিন নম্বরে শেষ করতে হতে প🐬ারে।’
বলে রাখি, গতকাল ও আজ রাজ্যে꧂র মুসলিম অধ্যুষিত ২ জেলা মুর্শিদাবাদ ▨ও মালদায় জনসভা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৭ শতাংশ মুসলিম বড় ভরসা তৃণমূলের কাছে। তৃণমূল ও বিজেপির করা সমীক্ষা অনুসারে রাজ্যের ১২০টি আসনে মুসলিম ভোট নির্ণায়ক ভূমিকা নিতে পারে।
ওদিকে বিধানসভা নির্বাচন দোরে কড়া না𒁃ড়লেও বাম-কংগ্রেস আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। শেষ মুহূর্তে আব্বাস সিদ্দিকিকে জোট প্রস্তাব দেন বাম ও কংগ্রেস নেতারা। এর পর জোটে যেতে ৪০টি আসন দাবি করেন আব্বাস সিদ্দিকি। য🐎া নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত নিতে পারেননি বিমান বসু, আবদুল মান্নানরা।