বাঙালির বারো মাসে তেরো পার্বণ, কথাতেই আছে। কিন্তু সেই উৎসব যে এভাবে বিভীষিকায় বদলাবে কে জানত! ভাটপাড়া শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হল। চল💖তি মাসের ১৯ জানুয়ারি থেকে এই উৎসব চলছে। সেখানেই এদিন ঘটে গেল বড়সড় বিপর্যয়। বিদ্যুৎস🐠্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের।
ভাটপাড়া উৎসবে বিপদ
ভাটপাড়া উৎসব প্রায় গত দশ দিন ধরে চলছে। সেখানেই এদিন নাচের আয়োজন করা হয়েছিল। এসেছিল বেশ কয়েকটি গ্রুপ। উৎসবের মেজাজেই ছিল এদিনের আবহ। গ্রুপ নাচের কথা ছিল এদিনের উৎসবে। সেখানে তিনটি গ্রুপের পারফর্ম করার কথা। মঞ্চে তখন একটি দলের নাচ চলছে। স্টেজের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন এক নৃত্যশিল্পী, সজল বারুই। তিনি নাচ পরিবেশন ক💯রে এসে সেখানে দাঁড়িয়েছিলেন। তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি একা নন, তাঁর সঙ্গে আরও এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সজল বারুই বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই নৃত্যশিল্পীর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ༒এদিন। মৃতের বাড়ি ক🍨ল্যাণী।
আরও পড়ুন: 'অভিনেতা হিসেবে কিছু ইচ্ছে আছে' নেতিবাচক চরিত্র করতে চান ক্য𝔍াটরিনা! উইশলিস্টে আছে আর কী কী?
এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনা☂র পর ভাটপাড়া উৎসব এবারের মতো বন্ধ করে দেওয়া হয়। নেমে এসেছে শোকের ছায়া।