৫৭ বছরে পা দিলেন এ আর রহমান। ৬ জানুয়ারি তাঁর বয়স যখন আরও এক বছর বাড়ল তখন ফিরে দেখা কাজ তাঁরই বলা একটি মজার ঘটনার কথা। এ আর রহমান ভারতের অন্যতম প্রবাদপ্রতিম গায়ক। তাঁর ঝুলিতে আছে একাধিক জাতীয়, আন্তর্জাতিক, আঞ্চলিক পুরস্কার। কিন্তু জানেন কি সেই সব পুরস্কার তাঁর মা যতদিন বেঁচে ছিলেন সব তোয়ালে মুড়ে রাখতেন। কিন্তু কেন সেটাই একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: আশা জাগিয়েও গোল্ডেন গ্লোবস পেল না পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট, কোন বিভাগে কোন ছবি পুরস্কৃত হল?
আরও পড়ুন: নিজেই নিজের রেকর্ড ভাঙলেন দেব! প্রজাপতিকে টপকে গেল খাদান, ১৭ দিনে ঘরে কত তুলল ছবি?
কী জানান রহমান?
ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া একটি সাক্ষাৎকারে একবার এ আর রহমান জানিয়েছিলেন যে তাঁর মা সমস্ত আন্তর্জাতিক পুরস্কারকে তোয়ালে মুড়ে রাখতেন। এই বিষয়ে অস্কারজয়ী গায়ক বলেন, ' আমি আমার সমস্ত আন্তর্জাতিক পুরস্কার দুবাইয়ে রেখেছি কারণ সেগুলো সব তোয়ালে মুড়ে রাখা। আমার মা ওগুলোকে তোয়ালে মুড়ে রেখেছিল। তিনি ভেবেছিলেন ওই পূরস্কারগুলো সোনা দিয়ে তৈরি। তো উনি মারা যাওয়ার পর আমি ওঁর ঘরে গিয়েছিলাম, ওগুলোকে ওখান দিয়ে বের করে এনে দুবাইয়ের ফিরদৌস স্টুডিওতে দিয়ে দিই। সেখানকার একটি সুন্দর শোকেসে ওগুলো আছে।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এ আর রহমান দুটো অস্কার পেয়েছেন। এছাড়া তবে ঝুলিতে আছে দুটো গ্র্যামি অ্যাওয়ার্ড, একটি বাফটা, একটি গোল্ডেন গ্লোবস। আর এই সমস্ত পুরস্কার তিনি পেয়েছিলেন ২০০৮ সালের ছবি স্লামডগ মিলিয়নিয়ার ছবিটির জন্য।
কেবল আন্তর্জাতিক সম্মান নয়, রহমানের ঝুলিতে আছে ৬ টি জাতীয় পুরস্কার। এই পুরস্কারগুলোকে তিনি তাঁর বাড়ির একটি বিশেষ ঘরে রেখেছেন।
এ আর রহমানের ডিভোর্স
গত বছরের একদম শেষদিকে আচমকাই রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। ২৯ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা। ডিভোর্সের কথা ঘোষণা করতে তুমুল জল্পনা শুরু হয়।