২০০৯ সালে মুক্তি পেয়ে🅠ছিল 'দেব ডি'। অনুরাগ কাশ্যপ পরিচালিত ಌএই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভয় দেওল। ছবিটি বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছিল। তবে সেই সাফল্যের উত্তেজনা ঠিক সামলাতে পারেননি অভয়। সেই পরিস্থিতিতে মুম্বই থেকে পালিয়ে বেঁচেছিলেন তিনি।
কিন্তু মুম্🌳বই থেকে পালিয়ে কোথায় গিয়েছিলেন অভয়? জানা যাচ্ছে, নিজের শহর থেকে বহুদূর সেসময় নিউ ইয়র্কে গিয়ে ছিলেন তিনি। সম্প্রতি স্মৃতি রোমান্থন করে সেকথাই অকপটে জানিয়েছেন অভয় দেওল।
অভয় দেওলের অকপট স্বীকারোক্তি
হিউম্যানস অফ বম্বের সাথে একটি কথোপকথনে, অভয় জানান, কীভাবে 🅰অনুরাগ কাশ্যপের 'দেব ডি' তাঁর জীবন ও ক্যারিয়ার বদলে দিয়েছিল। ২০০৯ সালে ছবিটি সাফল্যের মুখ দেখেছিল।
অভয় বলেন, ‘সেসময় আমি সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমার পক্ষে তখন সেই খ্🧔যাতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছিল। কারণ আমার বয়স তখন অনেকটাই কম। অনেকটাই ছোট ছিলাম, আর ভীষণই সংবেদনশীল ছিলাম। আমাকে নিয়ে এতটা মাতামাতি ঠিক ভালো লাগছিল না। যদিও আমি শিল্প, সৃজনশীলতা এবং এই সিনেমার মাধ্যমকে পছন্দ করি। আর আমি জানতাম যে দেব ডি সাফল্য পেতে চলেছে। তবে আমি বিখ্যাত হতে চাইনি। আবার একই সঙ্গে অভিনয়টাও করতে চেয়েছি। তখন তাই নিজের ভিতরে একটা দ্বন্দ্ব কাজ করছিল।’
অভয়ের কথায়, ‘নেতিবাচক দিকগুলোতেই অনেক বেশি ফোকাস করেফেলেছিলাম। তবে অ🎃নেক সমস্যার সমাধান করতে পারিনি, তাই বিখ্যাত হওয়ার ভয়ে পালিয়ে গিয়েছিলাম’। অভয় জানান, তিনি সেই সময় নিউইয়র্কে গিয়েছিলেন এবং সেখানেই কিছুদিন বসবাস করেন।
অভয়ের কথায়, ‘আমি জানতাম যে আমি নিউ ইয়র্কে থাকব না। শুধুমাত্র দেব ডি-তে আমি যে ভূমিকায় অভিনয় করেছি, কাজ না করে মাতাল হয়েছি, ওখানে গিয়েও সেটাই করছিলাম। তবে যেহেতু কোনও কাজ করছিলাম না আর তাই টাকার ভয়ঙ্কর টানাটানি শুরু হয়। ওটা আসলেই অর্থের অপচয় ছিল। যদিও আমি ঠিক সেটাকে অ♎পচয় বলব না কারণ ওই সময়টা থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। তবে সেটা ধ্বংসাত্মক ছিল। বুঝতে পেরে তাইদেশে ফিরে আসতে চেয়েছিলাম। আবারও উপার্জন করতে চেয়েছিলাম। নিজের এবং পরি♏বারের পাশে থাকতে চেয়েছিলাম। নিজেকে তখন বুঝিয়েছি, তোমার অনেক দায়িত্ব, তাই ফিরতেই হবে। এটা সাময়িক, পাকাপাকি ভাবে পালায়নি’।
আরও পড়ুন-'২য় বার মা হচ্ছেন এদিক🌊ে বরকে তো দেখা যায় না', ট্রোলিং-এর জবাবে কী বললেন মানসী?
দেব ডি
শরৎচন্দ্রের উপন্যাস ‘দেবদাস’কেই আধুনিক মোড়কে ফেলে ‘দেব ডি’ বানিয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন মাহি গিল এবং কালকি কোয়েচলিন। স্বল্প বাজেটের এই ছবি বক্স অফিসে ২০ কোটি টা🌠কা আয় করে। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ৬টি ফিল্মফেয়ার পুরস্কার এবং আরও বেশ কয়েকটি বড় পুরষ্কার জিতে নিয়েছিল।