জানেন কি, দুবাইতে মেয়ের নামে বিলাসবহুল ভিলা কিনেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। যার দাম শুনলে যে কারও চোখ উঠবে কপালে। বছরের বেশিরভাগ সময় কাজ, মেয়ের পড়াশোনার জন্য অভিষেক ও ঐশ্বর্য থাকেন মুম্বইয়ের জুহুতেই। তবেএকটু একান্তে বিশ্রামের প্রয়োজন পড়লেই, ছুটে চলে যান দুবাইয়ের সেই বিলাসবহুল ভিলাতে।
রিপোর্ট অনুসারে, ২০১৫ সালে তাঁরা ভিলাটি কিনেছিলেন এবং এটি জুমেইরাহ গল্ফ এস্টেটের বিখ্যাত স্যাঞ্চুয়ারি ফলস এলাকায় অবস্থিত। এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেট্টি, অনন্ত অম্বানিদেরও। অভিষেক ও ঐশ্বর্যর ভিলায় রয়েছে বিশাল বাগান, ব্যক্তিগত সুইমিং পুল এবং গল্ফ খেলার মাঠ। ভিলার অন্দরে সুবিশাল আধুনিক রান্নাঘর, হোম থিয়েটার।
আরও পড়ুন: ‘একতা কাপুরের পেটে লাথি…’! নাগজিল্লার পোস্টারে নাগ ‘কার্তিক’কে দেখেই করণ জোহরকে ট্রোল নেটপাড়ার
জানা যায়, এই সম্পত্তির জন্য ১৬ কোটি খরচ করেছিলেন বচ্চন দম্পতি। তাঁদের কাছে এটি শুধুই ছুটি কাটানোর জায়গা নয়, বরং আরাধ্যার ভবিষ্যতের কথা মাথায় রেখে করা একটি বিনিয়োগও।
আরও পড়ুন: তথাগত অতীত! প্রেমচর্চার মাঝেই, জন্মদিনে দেবলীনার সঙ্গে সম্পর্ককে নাম দিলেন সৌম্য
বলিউড তারকাদের মধ্যে বেশিরভাগই রিয়েল এস্টেটে টাকা খাটান। যার মধ্যে আসে অভিষেক ও ঐশ্বর্যর নামও। দুজনের নামেই মুম্বইতে বেশ কিছু বিলাসবহুল সম্পত্তি রয়েছে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সের সিগনেচার আইল্যান্ডে আছে একটি 5BHK অ্যাপার্টমেন্ট, যার মূল্য প্রায় ২১ কোটি টাকা। ওয়ারলিতে স্কাইলার্ক টাওয়ার্সের ৩৭ নম্বর ফ্লোরে তাঁদের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও রয়েছে।
আরও পড়ুন: বক্স অফিসে ৬০০ কোটি ছুঁয়ে ইতিহাস গড়ল ছাবা! বলিউডের শীর্ষ ১০ তালিকায় কোথায়?
কাজের ক্ষেত্রে, অভিষেককে শেষ দেখা গিয়েছে রেমো ডি'সুজার 'বি হ্যাপি' ছবিতে। বক্স অফিসে সেভাবে এই সিনেমা ছাপ ফেলতে না পারলেও, অনেকেই প্রশংসা করেন অভিষেক বচ্চনের অভিনয়ের। শোনা যাচ্ছে, আসন্ন সিনেমা কিং-এ শাহরুখ খানের সঙ্গে থাকছেন জুনিয়র বচ্চন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সিনেমা নিয়ে কিছু ঘোষণা করা হয়নি। আর ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে পোন্নিয়ান সেলভান ২-তে।