৪ঠা এপ্রিল, মুম্বইয়ের জুহুতে অনুষ্ঠিত প্রয়াত অভিনেতা মনোজ কুমারের শেষকৃত্যে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে হাজির ছিলেন অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চন। সেখানেই মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে এসে বেজায় চটলেন অভিষেক। রেগে গিয়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন পাপারাৎজির ক্যামেরা। সোশ্যাল𝓰 মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শেষকৃত্🌳যে এসে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শ্মশান থেকে বের হওয়ার সময় পাপারাজ্জির ক্যামেরার ফ্ল্যাশে বেজায় চটে যান অভিষেক। বেজায় বিরক্ত ൩হয়ে আপত্তি জানান ও রাগও দেখিয়ে বসেন অভিষেক।
ঠিক কী ঘটেছে?
মনোজ কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অমিতাভ ও অভিষেক তাঁদের গাড়ির দিকে যা𒁃চ্ছিলেন। সেই সময় পাপারাৎজি ছবি তুলতে আসে। সেসময় অমিতাভ সেলিম খানের সঙ্গে কথা বলছিলেন, দেখা হতেই হাত মেলান দুই বর্ষীয়ান শিল্পী। একে অপরকে জড়িয়েও ধরেন।
তখন ঠিক পিছনেই ছিলেন অভিষেক বচ্চন। পাপারাৎজির ক্য়ামেরা দেখে হঠাৎই বেজায় চটে যান। এক পাপারাৎজির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলতেও দেখা যায় তাঁকে। তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল যে তিনি বেজায় বিরক্ত। সেসময় ছবি তোলা▨র জন্য রেগে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন অন্যজনের ক্যামেরা। তাঁর আচরণেই স্পষ্ট, সেসময় বেজায় চটেছিলেন তিনি। অভিনেতা তাঁদের আচরণে🀅 বেশ বিরক্ত বলেই মনে হল।
এদিকে সেলিম খান এবং অমিতাভ বচ্চন অবশ্য একে অপরকে দেখে বেশ খুশিই হয়েছিলেন। হা🐼ত মেলানোর পর অমিতাভ সেলিমের হাত ধরে হাঁটতে শুরু করেন। একে অপরকে আলিঙ্গনও করেন সেখানে সেলিম খানের সঙ্গে ছিলেন🌜 আরবাজ খান। অমিতাভ এবং অভিষেক উভয়েই সাদা পাঞ্জাবি এবং কালো জ্যাকেট পরেছিলেন।
মনোজ কুমারের শেষকৃত্য
৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যার কারণে ৪ঠা এপ্রিল কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে প্রয়াত হন কিংবꦬদন্তি অভিনেতা মনোজ কুমার। শনিবার পুরো রাষ্ট্রীয় সম্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন জায়েদ খান, প্রেম চোপড়া, রাজা মুরাদ, আরবাজ খান সহ বেশ কয়েকজন বলিউড তারকা। তাঁর স্ত্রী শশ🐠ী গোস্বামী শেষকৃত্যে আকুল নয়নে কাঁদছিলেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল।