এদিন সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শাহরুখ খানের সংলাপ শোনা🐻 গেল। বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে তিনি হাতিয়ার বানালেন কিং খানের জনপ্রিয় একটি ডায়লগকেই। সেটা শুনে কী বললেন বাকিরা?
আরও পড়ুন: শ্রীলেখা - অরিন্দম - সৃজিতের গল্পে সাজছে নতুন OTT প্ল্যাটফর্ম, 'ফ্রাইডে' ♉- তে থাকছে আর কোন চমক?
সংসদে কী বললেন অভিষেক?
এদিন সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে নিজের বক্তব্য শেষ করার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানের এক𒊎টি সংলাপ বলছেন। সেখানে তাঁকে পাঠান ছবির সেই জনপ্রিয় ডায়লগ কিছুটা নিজের মতো করে বলতে শোনা যায়।
অভিষেক এদিন বিজেপিকে সতর্ক করে বলেন, 'থোড়া সবর রাখিয়ে অউর কুর্সি কী পেটি বাঁধ লিজিয়ে। মৌসম বিগড়নেওয়ালা হ্যায়।' তাঁর এই কথা শুনে এদিন হেসে গড়িয়ে পড়েন তাঁর আশেপাশে বসে থাকা অন্যান্য তৃণমূল সাংসদꦦরা। খিলখিলিয়ে হেসে ওঠেন মহুয়া মৈত্র, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।
কে কী বলছেন?
অনেকেই এই ভিডিয়োতে মতামত জানিয়েছেন। কেউ প্রশংসা করেছেন অভিষেকের। কেউ আবার কটাক্ষ। এক ব্যক্তি আবার শাহরুখ খানকেই ꦜএই ভিডিয়োতে মেনশন করেছেন।
প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেন। এবং জয়ী হন। থুড়ি বিপুল ভোটে জয়ী হন। দেশের মধ্যে অমিত শাহের পর তিনিই সবথেকไে বেশি মার্জিন ভোটে জিতেছেন।