২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে বলিউডের অনেক বড় বড় ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। তবে ফ্যানদের সবচেয়ে বেশি অপেক্ষা ছিল ঐশ্বর্য রাইয়ের কান লুকের জন্য। ফ্যানদের এই অপেক্ষা এখন শেষ হয়েছে। ঐশ্বর্য রাইয়ের কান চলচ্চিত্র উৎসবের লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কানে রাই-সুন্দরী নজর কেড়েছেন একেবারে দেশি আঙ্গিকে। তাঁর লুক সোশ্যাল মিডিয়াতে বহুল প্রশংসিত।
সাদা বেনারসিতে ঐশ্বর্য
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন পরেছিলেন সাদা রঙের বেনারসি। শাড়ির সঙ্গে ঐশ্বর্য পেয়ারআপ করেন এমেরাল্ড পিঙ্ক জুয়েলারি। ঐশ্বর্য রাইয়ের ডিজাইনার শাড়িটি তৈরি করেছেন মণীশ মালহোত্রা।
তবে বচ্চন-বধূর যে জিনিসটা সবার নজর কেড়েছে তা হল সিঁথি ভরা সিঁদুর। যা গোটা সাজটাই বদলে দিয়েছিল।
আরও পড়ুন: দীপিকার বায়নাক্কায় চটল অ্যানিমাল পরিচালক, আকাশছোঁয়া পারিশ্রমিক চাইলেন দুয়ার মা! বাদ স্পিরিট থেকে