উগ্র পৌরুষ, হিংসা, বিতর্🍬ক আর যৌনতাকে ভরসা করেই তেজি ঘোড়ার মতো দৌড়েছে ‘অ্যানিম্যাল’। মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি। গত ১২ দিন ধরে দু-হাতে লক্ষ্মী কামাচ্ছেন ‘অ্যানিম্যাল’ নির্মাতারা। তবে ত্রায়োদশ দিন খানিক কমল সেই গতি। প্রথমবার দু-অঙ্কের গণ্ডি ছুঁতে পারল না অ্যানিম্যাল। ত🌞াহলে ১৩ সংখ্যা কি সত্যি অপয়া রণবীরের জন্য?
মাত্র ১০ দিনেই দেশের বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল ‘অ্যানিম্যাল’। তারপর একটু একটু করে কমছ♛ে আয়ের বহর। Sacnilk প্রাথমিক রিপোর্ট বলছে, বুধবার দেশের বক্স অফিসে ‘অ্যানিম্যাল’ আয় করবে কমবেশি ৬.২২ কোটি টাকা। এর জেরে ছবির কালেকশন দাঁড়াবে ৪৬৪.০৬ কোটি টাকা। অর্থাৎ ৫০০ কোটির ম্যাজিক ফিগার থেকে এখন মাত্র ৩৫ কোটি টাকা দূরে রণবীরের ছবি।
গত রবিবার পর্যন্ত বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে অ্যানিম্যাল। ১০তম দিনে ভারতে অ্যানিম্যালের টি🍸কিট বিক্রি হয়েছিল ৩৬ কোটি টাকার। তবে সোমবারে সেই আয় কমে দাঁড়ায় ১৩.৮৫ কোটিতে। অন্যদিকে মঙ্গলবার রণবীর-রশ্মিকার ঝুলিতে আসে ১২.৭২ কোটি টাকা। মঙ্গলবার পর্যন্ত বিশ্ব বক্স অফিসে ৭৫৭.৭৩ কোটি টাকা আয় করেছে এই ছ꧙বি।
রণবীরের পাশাপাশি এই ছবিতে চর্চায় ববি দেওলের অভিনয়। আবরারের ভূমিকায় তাক লাগিয়েছেন দেওল জুনিয়র। সমালোচনা সঙ্গী হলেও ইতিমধ্যেই আয়ের নিরিখে ২০২৩-এর সেরা ছবির তালিকায় তিন নম্বরে রয়েছে ‘অ্যানিম্যাল’। শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ ১০০০ কোটির গণ্ডি পার করেছিল, তার ঠিক পরেই রয়েছে এই ছবি। রণবীরের কেরিয়ারের সবচেয়ে বড় হিট ‘অ্যানিম্যাল’। সঞ্জু (৫৯০ কোটি)-র আয়কে আগেই ছাপিয়ে গিয়েছে এই ছবি। অন্যদিকে দাদা সানির গদর ২-র রেকর্ড ভেঙে তিন নম্বরে উঠে এসেছে ববির ‘অ্যানিম্যাল’।&�൩�nbsp;
এক নজরে ২০২৩-এর সর্বোচ্চ আয়কারী* ভারতীয় ছবি-
১. জওয়ান- ১১৬০ কোটি টাকা
২. পাঠান- ১০৫৫ কোটি টাকা
৩. অ্যানিম্যাল- ৭৫৭.৭৩ কোটি টাকা**
৪. গদর ২- ৬৮৬ কোটি টাকা
৫. জেলর- ৬৫০ কোটি টাকা (*বিশ্ব বক্স অফিসে)
(** এখনও বক্স অফিসে চলছে এই ছবি)
বাবা-ছেলের জটিল সম্পর্কের আবর্তে তৈরি এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। এই ছবির হাত ধরেই ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা মন্দানা বলিউড সফর শুরু করলেন। তবে রশ্মিকাকে ছাপিয়ে ১০ মিনিটের উপস্থিতিতেই সাড়া ফে💧লেছেন তৃপ্তি দিমরি। তৃপ্তি দিমরি এবং রণবীরের বেডসিন বিতর্ক ঘিরে কম হইচই হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়।
বক্স অফিসে বিশেষজ্ঞদের দাবি, বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটি ছুঁতে পারে ‘অ্যানিম্যাল’। ২১শে ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। পরদিন আসছে ‘সালার’। তার আগে পর্যন্ত ফাঁকা মাঠে গোল 🦂দেওয়ার সুযোগ পাবেন রণব♔ীর।