সদ্য মুক্তি পেয়েছে অর্জুন রামপাল, বিদ্যুৎ জামওয়াল এবং নোরা ফাত🎶েহি অভিনীত ‘ক্র্যাক’-এর ট্রেলার। আর এই ছবিতে রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য। অভিনেতা অর্জুন রামপালের কাছে সিনেমার স্টান্ট কোনও ব্যাপারই নয়, এমনটাই তো জানেন সকলে। তবে ‘ক্র্যাক’ ছবিতে কাজ করার সময় স্টান্ট করাই নাকি সবথেকে মুশকিল হয়ে দাঁড়িয়েছিল অর্জুনের কাছে। কিন্তু কেন?
অর্জুন রামপাল জানিয়েছেন, তিনি নাকি ‘ক্র্যাক’-এর শ্যুটিংয়ের সময় স্লিপড ডিস্কে ভুগছিলেন। সেই কঠিন অভিজ্ঞতার কথা জানিয়ে অর্জুন বলেন, ‘আমি আমার ছবিতে বেশিরভাগ সময়ই স্টান্ট করার চেষ্টা করি। ক্র্যাক ছিল শারীরিকভাবে আমার কাছে সবথেকে🍨 চ্যালেঞ্জিং একটা ছবি। আমাদের বলা হয়েছিল যে প্রচুর অ্যাকশন থাকবে এবং এটিা দারুণ কিছু হবে। আমাকে বলা হয়েছিল, যে আমি এই সব কিছুই করতে সক্ষম হব। কিন্তু যখন আমি বিদ্যুৎকে আলিঙ্গন করছি, তখন এমন একটা পেশী অনুভব করছি যা আদৌ মানুষের দেহে থাকে বলে আমার জানাই ছিল না। আমি বেশ ফিট একজন মানুষ, অথচ সেই আমারই তখন মনে হয়েছিল ও কী ধরনের প্রাণী? আমাকে সত্যিই নতুন🐲 করে খেলা শুরু করতে হয়েছিল।’
আরও পড়ুন-'শাস্ত্রী'র টাইটেল কার্ডে নাম, তব꧒ু খরাজ বলছেন, ‘আমাকে কাজের কথা 🎀কেউ কিছুই জানাননি’!