শাহরুখ খান অভিনীত স্বদেশ ছবিটি মুক্তি পাওয়ার ২০ বছর হয়ে গেল। আর সেই উপলক্ষ্যে এদিন একটি আবেগঘন পোস্ট লিখলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। কালজয়ী ছবির স্মৃতি হাতড়ে কী লিখলেন?
আরও পড়ুন: পুষ্পা ২ ঝড়েও বহাল বহুরূপী ম্যাজিক! গুড নিউজ দিয়ে শিবপ্রসাদ লিখলেন, '৭০ তম দিনেও হাউজফুল'
স্বদেশের ২০ বছরে কী লিখলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর?
এদিন আশুতোষ গোয়ারিকর একটি টাইপ করে লেখা কাগজের ছবি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে। এই পাতায় লেখা থাকতে দেখা যাচ্ছে, 'আজ স্বদেশ যখন ২০ বছর পূর্ণ করল তখন আমি সেই সফর ফিরে দেখছি। কীভাবে দ্রুত সময় কেটে গেল সেই সময় থেকে যখন আমরা প্রথমবার ছবিটিকে বড় পর্দায় নিয়ে এসেছিলাম। স্বদেশ একটা ছবির থেকে অনেক বেশি কিছু। এটা বাড়ি ফেরার গল্প। পিছুটানের গল্প। আমাদের শিকড়ের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করার একটা বার্তা। ছবিটির মূলে ছিল আশা, দায়িত্ব এবং ফিরিয়ে দেওয়ার বার্তা। মোহন ভার্গবের মাধ্যমে আমি সবাইকে আমাদের জীবনের উদ্দেশ্য বোঝাতে চেয়েছিলাম।'
তিনি এদিন তাঁর এই পোস্টে শাহরুখ খানকে ধন্যবাদ জানান এই ছবিটি এবং মোহন ভার্গবের চরিত্রটি করার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করেন ছবিটির প্রতিটি শিল্পী, টেকনিশিয়ানের কাছে। এ আর রহমান এবং জাভেদ কে ধন্যবাদ জানান ছবিটির জন্য এত সুন্দর সুন্দর গান বানানোর জন্য।
পরিশেষে তিনি এদিন তাঁর এই প্রিন্টেড বার্তায় লেখেন, 'এই ২০ বছরে আমরা আমাদের টিমের অনেক সদস্যকে হারিয়েছি যাঁদের ছাড়া ছবিটি পূর্ণ হতো না, যাঁদের ছোঁয়া প্রতিটি ফ্রেমে থেকে গিয়েছে।'
এটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'স্বদেশের ২০ বছর। আমি আমার মন থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে নিজেদের মন্তব্য জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'এ আর রহমানের সেরা কাজ।' আরেকজন লেখেন, 'ভারতীয় সিনেমার অন্যতম সেরা ছবি। শাহরুখ খান অভিনীত সেরা ছবি তো বটেই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমার দেখা প্রথম বলিউডি ছবি এবং আজ পর্যন্ত দেখা সেরা ছবি।'
আরও পড়ুন: টোটা, আবির, পরম নাকি ইন্দ্রনীল : সব্যসাচীর পর ফেলুদা হিসেবে কে বেশি নজর কেড়েছেন?
আরও পড়ুন: খাদান ১১ -র মুখোমুখি দাদা ১১! ২২ গজে সৌরভ - ঝুলনকে কি হারাতে পারল দেব - যিশুর দল?
স্বদেশ ছবিটি প্রসঙ্গে
২০০৪ সালে মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান, গায়েত্রী যোশী, কিশোরী বল্লাল, রাজেশ উপাধ্যায়, প্রমুখ।