অভিনেতা রোহন ভট্টাচার্যকে ভুয়ো খবর ছড়ানোর প্রতিবাদ করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
দিন কয়েক আগেই জানা গিয়েছে, বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই-য়ের ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে। 'ভজ গোবিন্দ', 'কলের বউ', 'অপরাজিত অপু'র মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করার কারণে রোহনের পরিচিতি এখন বাংলার ঘরে ঘরে । এরপর একটি খবর রটে যায় । রোহন নাকি আর ছোট পর্দায় কাজ করতে রাজি নন। পাশাপাশি এও শোনা যায় কেরিয়ারের শুরুতে স্টুডিও পাড়ায় খারাপ ব্যবহার পাওয়ার ঘটনা ভুলতে পারেননি রোহন। তাই ওটিটি থেকে সুযোগ আসতেই ছোট পর্দাকে বিদায় জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গেই মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ভাস্বর লেখেন, ‘ডিজিটাল পোর্টালগুলি লাইক অ্যান্ড কমেন্ট পাওয়ার জন্য ভুয়ো হেডলাইন রটিয়ে অভিনেতা রোহনের ভাবমূর্তির নষ্ট করছে।’
পাশাপাশি ভাস্বর জানান, এর আগে তাঁর অভিনয় ছেড়ে দেওয়া নিয়েও গুজব রটিয়েছিল ডিজিটাল পোর্টালগুলি। ক্ষুব্ধ ভাস্বর ডিজিটাল পোর্টালগুলিকে 'অসুস্থ মানসিকতা' বলে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। ভাস্বর চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র অভিনেতাকে পাশে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রোহণ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাস্বরের পোস্টটি শেয়ারও করেন তিনি। অবশ্য রোহন নিজেও তার ছোট পর্দায় অভিনয় ছেড়ে দেওয়াকে রটনা বলে দাবি করেছিলেন। একইসঙ্গে তিনি এও জানিয়েছিলেন, খুব শিগগিরই তাঁকে প্রতিদিন সন্ধেবেলা টিভির পর্দায় দেখতে পাবেন দর্শকরা।